পলিমারঃ অনেকগুলো ক্ষুদ্র অনু উচ্চ তাপ ও চাপের প্রভাবে পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহৎ অনু গঠন করে তাকে পলিমার বলে। পলিমার তৈরির প্রক্রিয়াকে পলিমারকরণ বলে।
গ্রিক শব্দ থেকে পলিমার (Polymer) কথাটির উৎপত্তি।
পলি (Poly) শব্দের অর্থ বহু, এবং মেরোস (meros) শব্দের অর্থ অংশ। অর্থাৎ অনেকগুলি ক্ষুদ্র অংশ পরস্পর যুক্ত হয়ে পলিমার গঠন করে। পলিমারের ক্ষুদ্র অনুকে মনোমার এবং বৃহৎ অনুকে পলিমার বলে।
পলিথিন উৎপাদনে অসংখ্য ইথিন অনু পরস্পর যুক্ত হয়ে পলিথিন নামোক পলিমার গঠন করে।
nH₂C=CH₂ —–>[–CH₂ -CH₂–]n ইথিন (মনোমার) পলিথিন(পলিমার)
Leave a comment