পর্যায় সারণির জনক মেন্ডেলিফ। তিনি যখন পর্যায় সারণী আবিষ্কার করেন তখন মৌল সমূহের শুধু পারমাণবিক ভর ছিল। 

মেন্ডেলিফ পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণি আবিষ্কার করেছিলেন। তিনি যখন পর্যায় সারণি আবিষ্কার করেন তখন মাত্র 63 টি মৌল ছিল। 

তিনি আরো চারটি মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন। অর্থাৎ মোট 67 টি মৌলের সারণি তৈরি করেছিলেন।

 মেন্ডেলিফের পর্যায় সূত্রঃ মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।

কিন্তু পরবর্তীতে মেন্ডেলিফের পর্যায় সারণির অনেক ত্রুটি দেখা যায়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটিগুলো কিছু সংশোধন করা যায়। এইজন্য ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণির মূল ভিত্তি ধরা হয়। পরবর্তীতে মেন্ডেলিফের পর্যায় সূত্র পরিবর্তন করা হয়, যা আধুনিক পর্যায় সূত্র নামে পরিচিত।

 আধুনিক পর্যায় সূত্রঃ মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।