পর্যায় সারণিঃ একই ধর্ম বিশিষ্ট মৌলসমূহকে একই গ্রুপভুক্ত করে এবং আবিষ্কৃত সকল মৌলকে স্থান দিয়ে বর্তমানে যে সারণি প্রচলিত আছে তাকে পর্যায় সারণি বলে।
যেমনঃ আয়নিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পরমাণুর আকার, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, যোজনী ইত্যাদি।
বিরল মৃত্তিকা মৌলঃ পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে গ্রুপ তিনের মৌল ল্যান্থানাম (La) এর পরবর্তী মৌল সিরিয়াম(Ce) থেকে লুটেসিয়াম(Lu) পর্যন্ত 14 টি মৌলকে বিরল মৃত্তিকা মৌল বলে। এদেরকে পর্যায় সারণির নিচে ল্যান্থানাইড সিরিজ স্থান দেওয়া হয়েছে।
Leave a comment