পর্যায় সারণিঃ  একই ধর্ম বিশিষ্ট মৌল সমূহকে একই গ্রুপভুক্ত করে এবং আবিষ্কৃত সকল মৌলকে স্থান দিয়ে বর্তমানে যে সারণিটি প্রচলিত আছে তাকে পর্যায় সারণী বলে।

1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিফ পর্যায় সারণি আবিষ্কার করে। বর্তমানে পর্যায় সারণিতে ৭টি পর্যায় ও ১৮টি গ্রুপ বিদ্যমান আছে।