পরীক্ষাগারে সেফটি গগলসের সুবিধা কি?
পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করতে হয়। এসব রাসায়নিক পদার্থ থেকে চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস বা নিরাপদ চশমা ব্যবহার করা হয়।
১. পরীক্ষাগারে রাসায়নিক পদার্থকে তাপ দেওয়ার সময় দূর্ঘটনাবশত ছিটকে যাওয়া রাসায়নিক দ্রব্য হতে চখকে রক্ষা করতে নিরাপদ চশমা ব্যবহার করা হয়।
২. রাসায়নিক বিক্রিয়ায় তাপ প্রদানের ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস যেমনঃ ইত্যাদি থেকে চোখকে রক্ষা করতে নিরাপদ চশমা ব্যবহার করা হয়।
৩. বিকারক স্থানান্তরের সময় যেন চোখে না লাগে সেজন্য নিরাপদ চশমা ব্যবহার করা হয়।
৪. পরীক্ষাগারে বিভিন্ন তাপমাত্রা থেকে চোখকে রক্ষা করার জন্য নিরাপদ চশমা ব্যবহার করা হয়।
Leave a comment