পরীক্ষাগারে সাধারণত পাইরেক্সের  তৈরিকরা গ্লাস সামগ্রী ব্যবহার করা হয়। কারণ এজাতীয় গ্লাস সর্বোচ্চ তাপসহতা, ঘাতসহনক্ষমতা ও উচ্চ বৈদুতিক প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন হয়। তাই কোন পরীক্ষাকার্য সম্পাদনের যদি উচ্চ তাপ প্রয়োগ বা দ্রুত তাপ বৃদ্ধি এবং দ্রুত ঠান্ডা করার প্রয়োজন হয়, তবে সাধারণ কাঁচের তৈরি জিনিস সহজে ফেটে যায়।

এজন্য রাসায়নিক পরীক্ষাগারে সাধারণত পাইরেক্সের তৈরি গ্লাস সামগ্রী ব্যবহার করা হয়।