বিশ্লেষণী রসায়নে যে পদ্ধতিতে কোন পদার্থের নিদিষ্ট পরিমাণ নমুনায় উপস্থিত উপাদানগুলির পরিমাণ নির্ণয় করা হয় তাকে পরিমাণগত বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ (Quantitative Analysis) বলে।
পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে কোন নমুনার নির্দিষ্ট পরিমাণে উপস্থিত উপাদানগুলি ভর বা নমুনার নির্দিষ্ট আয়তনের ঘনমাত্রা নির্ণয় করা হয়।
পরিমাণগত বিশ্লেষণ দুই প্রকার-
১. ভরভিত্তিক বিশ্লেষণ (Gravimetric Analysis)।
২. আয়তনিক বিশ্লেষণ (Volumetric Analysis)।
Leave a comment