প্রশ্নঃপরিবার কী?

অথবা, পরিবার বলতে কী বুঝ?

অথবা, পরিবার কাকে বলে?

অথবা, পরিবারের সংজ্ঞা দাও।

ভূমিকাঃ সমাজের মৌলিক ও ক্ষুদ্রতম মৌলিক প্রতিষ্ঠান হলাে পরিবার ও বিবাহ। পরিবার ও বিবাহ সমাজকাঠামাের মৌল অঙ্গসংগঠন। এই পরিবার মানব সৃষ্টির উষালগ্ন থেকেই সমাজে বিদ্যমান। পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার ও বিবাহের সাথে মানুষের নিবিড় সম্পর্ক ও যােগাযােগ রয়েছে। পরিবারের সাথেই মানুষের আন্তরিক এবং অনেকটা অকৃত্রিম সামাজিক মিথস্ক্রিয়া অনুষ্ঠিত হয়।

পরিবারের সংজ্ঞাঃ সাধারণভাবে আমরা পরিবার বলতে বুঝি, বিবাহ-বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন স্ত্রীলােক এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে বাস করা একটি সংগঠনকে। মূলত স্বামী-স্ত্রীর বন্ধন দ্বারাই পরিবারের সৃষ্টি।

প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন সমাজবিজ্ঞানী পরিবারকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তা তুলে ধরা হলােঃ

সমাজবিজ্ঞানী নিমকফ ‘Marriage and the Family’ নামক গ্রন্থে বলেন, পরিবার হচ্ছে মােটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ যেখানে সন্তানাদিসহ বা সন্তানবিহীনভাবে স্বামী-স্ত্রী একত্রে বসবাস করে।

সমাজবিজ্ঞানী স্পেনসার পরিবারের সংজ্ঞায় বলেন, ‘The family is a social group, which usually consist of members who are related either through blood ties or marriage.

সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন, “যৌন সম্পর্কের মাধ্যমে সন্তান উৎপাদন ও প্রতিপালনের জন্য অতি সংক্ষিপ্ত অথচ স্থায়ী প্রতিষ্ঠান-ই হচ্ছে পরিবার।”

আগবার্নের মতে, “সন্তান-সন্তুতিসহ বা সন্তানবিহীন দম্পতি দ্বারা সৃষ্ট সংঘকে পরিবার বলে।”

সামাজিক নৃ-বিজ্ঞানী ম্যালিনস্কি তার ‘Kinship in Encyclopadia Britannica (London 1926)’ গ্রন্থে বলেন, “পরিবার হচ্ছে এমন একটি চুক্তি যার মূল লক্ষ্য হলাে সন্তান উৎপাদন ও সন্তান লালন-পালন।”

আমাদের কথাঃ উপরের সংজ্ঞাগুলাে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি, পরিবার বলতে বুঝায় এমন একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন যেখানে বৈবাহিক এবং রক্তসম্পর্ক সূত্রে স্বামী-স্ত্রী তাদের অবিবাহিত সন্তানসহ এবং কোনাে কোনাে ক্ষেত্রে সন্তানাদির সন্তানসহ বসবাস করে।

পরিশেষঃ সামগ্রিক প্রেক্ষাপটে বলা যায় যে, পরিবার ও বিবাহের মধ্যে তেমন কোনাে পার্থক্য নেই। বিবাহ ও পরিবার একটি অপরটির পরিপূরক। তাই বলা যায়, বিবাহ ও পরিবার দু’টি পরস্পর সম্পর্কযুক্ত প্রত্যয়। কেননা পরিবার মূলত বিবাহের মাধ্যমেই গড়ে ওঠে। বিবাহ না হলে পরিবারের প্রশ্নই আসে না। উন্নত বিশ্বে অবশ্য বিবাহকে এখন আর তেমন গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে না।