পরিবর্তনশীল যোজনীঃ  যেসব মৌল ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজনী ব্যবহার করে সে সব মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। 

যেমনঃ  কিউপ্রাস ক্লোরাইড(CuCl) ও কিউপ্রিক ক্লোরাইড(CuCl₂) যৌগে Cu এর যোজনী যথাক্রমে 1 ও 2 ব্যবহৃত হয়েছে।

অর্থাৎ কপার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। 

আবার, ফেরাস সালফেট(FeSO₄) ও ফেরিক সালফেট{Fe₂(SO₄)₃} যৌগে Fe এর যোজনী যথাক্রমে 2 ও 3 ব্যবহৃত হয়েছে। 

সুতরাং আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।