অথবা, পরসুখবাদ কী?
অথবা, পরসুখবাদ কাকে বলে?
ভূমিকাঃ সুখবাদ একটি নৈতিক আদর্শ বিষয়ক গুরুত্বপূর্ণ মতবাদ। এ মতবাদ মনে করে যে, প্রত্যেক মানুষের সুখ অন্বেষণ করা উচিত। শুধু নিজের সুখের উপর গুরুত্ব দিলে চলবে না, অপরের সুখের দিকেও আমাদের দৃষ্টি দেওয়া উচিত।
পরসুখবাদঃ পরসুখবাদের প্রতিষ্ঠাতা হলেন জেরেমী বেন্থাম, জন স্টুয়ার্ট মিল ও হেনরি সিজউইক। এসব চিন্তাবিদ তাদের যুক্তিসমূহ প্রতিষ্ঠা করতে গিয়ে ভিন্ন ভিন্ন মত পােষণ করলেও তাদের বক্তব্যের বিষয়বস্তু একই। এ মতবাদ ব্যক্তির সুখের পরিবর্তে সার্বিক সুখের উপর গুরুত্বারােপ করে বেশি। তারা সবাই এক বিষয়ে একমত যে, সর্বাধিক সংখ্যক লােকের জন্য সর্বাধিক পরিমাণ সুখ আমাদের কামনা করা উচিত। তাদের মতবাদকে উপযােগবাদও বলা হয়। কেননা তারা উপযােগিতা বা কার্যকারিতাকে নৈতিকতা বা নৈতিক অবধারণের মানদণ্ড বলে মনে করেন। সমাজ সংস্কারক বেন্থাম ও মিল সমাজের প্রেক্ষিতে সব কিছুকে বিচার করতে প্রয়াস পান। তারা কোনাে কাজের ভালােত্ব-মন্দত্ব নিরূপণ করতে ব্যক্তির নিজের সুখের উপর গুরুত্বারােপ না করে সর্বাধিক পরিমাণ লােকের জন্য সর্বাধিক পরিমাণ সুখের কথা প্রচার করেন।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, ব্যক্তি সুখ নয় বরং সমাজ ও সমাজের মানুসের বৃহত্তর স্বার্থে নিজেকে নিয়ােজিত করার মাঝে চরম স্বার্থকতা নিহিত রয়েছে। সর্বাধিক পরিমাণ লােকের জন্য সর্বাধিক পরিমাণ সুখ অন্বেষণ করা উচিত।
Leave a comment