পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার কোন স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় ক্ষুদ্রতম একক হিসাবে অংশগ্রহণ করে।
অপরদিকে, আয়ন হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক চার্জিত পরমাণু বা যৌগমূলক।
২. পরমাণু আধান নিরপেক্ষ হয়। কিন্তু, আয়ন ধনাত্মক বা ঋণাত্মক চার্জিত হয়।
৩. পরমাণুর যোজনী শূন্য হতে পারে। যেমনঃ নিয়নের যোজনী শূন্য হয়। কিন্তু, আয়নের যোজনী শূন্য হয় না।
৪. পরমাণুসমূহ আয়নিক ও সমযোজী বন্ধন গঠন করতে পারে। অপরদিকে, আয়নসমূহ শুধু আয়নিক বন্ধন গঠন করে।
৫. পরমাণুর ক্ষেত্রে কোন জারণ সংখ্যা থাকেনা। অর্থাৎ শূণ্য হয়।
কিন্তু, আয়নসমূহের নির্দিষ্ট জারণ সংখ্যা বিদ্যমান থাকে। যা শূণ্য নয়।
Leave a comment