পদার্থবিজ্ঞানের সূত্র – তাপমাত্রা অধ্যায়ের সূত্রসমূহ
পদার্থবিজ্ঞানের সূত্র । পর্ব- ১২ (তাপমাত্রা)। Formulas for Temperature Image by Wisilife |
পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্রের ধারাবাহিক পর্বের আজ থাকছে পর্ব-১২। এ পর্বে থাকছে তাপমাত্রা অধ্যায়ের সূত্রসমূহ।
সূত্রঃ
১। তাপমাত্রার স্কেল নির্ধারণের সময় পদার্থের উষ্ণতামিতি ধর্ম কাজে লাগানো হয়। ধরা যাক, বরফ বিন্দু ও স্টিম বিন্দুর তাপমাত্রা যথাক্রমে θice এবং θsteam এবং এই দুই তাপমাত্রায় উষ্ণতামিতি কোন ধর্মের একটি ধর্মের মান যথাক্রমে Xice ও Xsteam। এখন অন্য কোন তাপমাত্রা θ তে ঐ ধর্মের মান যদি Xθ হয় তাহলে θ এর মান-
(θ – θice) / (θsteam – θice) = (Xθ – Xice) / (Xsteam – Xice)
২। সেলসিয়াস স্কেলের জন্য θ এর মান-
θ = [(Xθ – Xice) / (Xsteam – Xice)] x 100
৩। পারদ থার্মোমিটারে ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দুতে পারদ-স্তম্ভের উচ্চতা l100 এবং l0 হলে এবং θ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পারদ-স্তম্ভের উচ্চতা lθ হলে,
θ = [(lθ – lice) / (lsteam – lice)] x 100
৪। স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে,
θ = [(Pθ – Pice) / (Psteam – Pice)] x 100
যেখানে,
Pθ = θ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ
Pice = 0 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ
Psteam = 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ
৫। স্থির চাপ গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে,
θ = [(Vθ – Vice) / (Vsteam – Vice)] x 100
যেখানে,
Vθ = θ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন
Vice = 0 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন
Vsteam = 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন
৬। রোধ থার্মোমিটারের ক্ষেত্রে,
θ = [(Rθ – Rice) / (Rsteam – Rice)] x 100
যেখানে,
Rθ = θ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহকের রোধ
Rice = 0 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহকের রোধ
Rsteam = 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহকের রোধ
৭। তাপ তড়িৎ থার্মোমিটারের ক্ষেত্রে,
θ = [(Eθ – Eice) / (Esteam – Eice)] x 100
যেখানে,
Eθ = θ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় তাপীয় তড়িচ্চালক শক্তি
Eice = 0 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় তাপীয় তড়িচ্চালক শক্তি
Esteam = 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় তাপীয় তড়িচ্চালক শক্তি
৮। ফারেনহাইট স্কেলে, θ = [(Xθ – Xice) / (Xsteam – Xice)] x 180+32
যেখানে,
Xθ = θ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় পদার্থের উষ্ণতামিতিক ধর্ম
Xice = 32 ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় পদার্থের উষ্ণতামিতিক ধর্ম
Xsteam = 212 ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় পদার্থের উষ্ণতামিতিক ধর্ম
৯। তাপীয় সাম্যবস্থ্যা, T = TpX / Xp
যেখানে,
Tp = কোন থার্মোমিটারে একটি স্থির বিন্দুর তাপমাত্রা
X = উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক ধর্মের মান
Xp = Tp তে উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক ধর্মের মান
১০। তাপীয় সাম্যবস্থ্যা, T = (X / Xtr) * 273.16
যেখানে,
X = T তাপমাত্রায় ঐ পদার্থের উষ্ণতামিতিক ধর্মের মান
Xtr = পানির ত্রৈধ-বিন্দুতে উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতি ধর্মের মান
১১। বিভিন্ন তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক,
C/100 = (F – 32) / 180 = (K – 273) / 100
যেখানে,
C = সেলসিয়াস স্কেলে তাপমাত্রা
F = ফারেনহাইট স্কেলে তাপমাত্রা
K = কেলভিন স্কেলে তাপমাত্রা
১২। থার্মোকাপলের তড়িচ্চালক শক্তি, E = αθ + βθ2
যেখানে,
α ও β = ধ্রুবক
১৩। পটেনশিওমিটারের তড়িচ্চালক শক্তি, E = IlR / L
যেখানে,
I = তড়িৎ প্রবাহের মান
l = তারের নির্দিষ্ট অংশের দৈর্ঘ্য
R = তারের রোধ
L = সম্পূর্ণ তারের দৈর্ঘ্য
১৪। স্টেফানের পূর্ণ বিকিরণ সূত্র, E = σ(T4 – T04)
১৫। ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ, I = a + bθ + cθ2
যেখানে,
a, b, c = ধ্রুবক
θ = ফিলামেন্টের তাপমাত্রা
পদার্থবিজ্ঞানের সকল সূত্র পেতে ক্লিক করুন এখানে
Leave a comment