Image by qna.com.bd |
পদার্থবিজ্ঞানের সূত্র- মহাকর্ষ অধ্যায়ের সূত্র
পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্রের ধারাবাহিক পর্বের আজ থাকছে পর্ব-৭। এ পর্বে থাকছে মহাকর্ষ অধ্যায়ের সূত্রসমূহ।
সূত্রঃ
১। মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, F = Gm1m2/d2
যেখানে,
G = মহাকর্ষীয় ধ্রুবক
m1 = একটি বস্তুর ভর
m2 = অপর বস্তুর ভর
d = বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
২। মহাকর্ষীয় ধ্রুবক, G = Fd2 / m1m2
৩। অভিকর্ষ বল, F = mg
অথবা, F = GMm/R2
যেখানে,
M = পৃথিবীর ভর
m = কোন বস্তুর ভর
g = অভিকর্ষজ ত্বরণ
R = পৃথিবীর ব্যাসার্ধ
৪। পৃথিবীর কোন স্থানের অভিকর্ষজ ত্বরণ, g = GM / R2
অথবা, g = 4/3 (GπRρ)
যেখানে,
G = মহাকর্ষীয় ধ্রুবক
M = পৃথিবীর ভর
R = ওই স্থানে পৃথিবীর ব্যাসার্ধ
ρ = পৃথিবীর গড় ঘনত্ব
π = 3.1416
৫। ভূ-পৃষ্ঠ হতে উচ্চতর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ, g’ = R2g / (R+h)2
বা, g’ = (1- 2h/R)g
যেখানে,
R = পৃথিবীর ব্যাসার্ধ
g = ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ
h = ভূ-পৃষ্ঠ হতে উচ্চতর কোন স্থানের উচ্চতা
৬। পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ, g’ = (1- h/R)g
যেখানে,
R = পৃথিবীর ব্যাসার্ধ
g = ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ
h = ভূ-পৃষ্ঠ হতে কোন স্থানের গভীরতা
৭। পৃথিবীর ঘনত্ব, ρ = 3M / 4πR3
যেখানে,
R = পৃথিবীর ব্যাসার্ধ
M = পৃথিবীর ভর
৮। সৌর জগতে সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত কোন গ্রহের পর্যায়কাল ও গড় দূরত্ব জানা থাকলে,
সূর্যের ভর হবে, M = 4π2r3 / GT2
যেখানে,
r = সূর্য থেকে নির্দিষ্ট গ্রহের দূরত্ব
G = মহাকর্ষীয় ধ্রুবক
T = গ্রহটির পর্যায়কাল
৯। কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল, F = mv2 / (R+h)
যেখানে,
m = কৃত্রিম উপগ্রহের ভর
v = কৃত্রিম উপগ্রহের বেগ
R = পৃথিবীর ব্যাসার্ধ
h = ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব
১০। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর অভিকর্ষ বল, F = GMm / (R+h)2
যেখানে,
m = কৃত্রিম উপগ্রহের ভর
G = মহাকর্ষীয় ধ্রুবক
M = পৃথিবীর ভর
R = পৃথিবীর ব্যাসার্ধ
h = ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব
১১। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, v = √[GM/(R+h)]
যেখানে,
G = মহাকর্ষীয় ধ্রুবক
M = পৃথিবীর ভর
R = পৃথিবীর ব্যাসার্ধ
h = ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব
১২। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, v = 2π(R+h)/T
যেখানে,
R = পৃথিবীর ব্যাসার্ধ
h = ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব
T = কৃত্রিম উপগ্রহের পর্যাকাল
১৩। ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, h = (GMT2 /4π2)1/3 – R
১৪। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, EG = F/m
যেখানে,
F = কোন বস্তুর মহাকর্ষীয় বল
m = বস্তুটির ভর
১৫। মহাকর্ষীয় বিভব, V = W/m
যেখানে,
W = কোন বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃত কাজ
m = বস্তুটির ভর
১৬। বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব, V = -GM/r
যেখানে,
M = বিন্দু ভর
r = M হতে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব
১৭। পৃথিবীর আকর্ষণ কাটিয়ে কোন বস্তুকে মহাশূন্যে নিয়ে যেতে কৃতকাজ, W = GMm/R
১৮। পৃথিবীতে কোন বস্তুর মুক্তিবেগ, ve = √2GM/R
অথবা, ve = √2gR
যেখানে,
M = পৃথিবীর ভর
R = পৃথিবীর ব্যাসার্ধ
G = মহাকর্ষীয় ধ্রুবক
g = অভিকর্ষজ ত্বরণ
পদার্থবিজ্ঞানের সকল সূত্র পেতে ক্লিক করুন এখানে
Leave a comment