প্রস্তুতিঃ 

ক্রোমাইট খনিজকে (FeO.Cr₂O₃) অধিক পরিমাণে সোডিয়াম কার্বনেট (Na₂CO₃) ও অল্প পরিমাণ চুনসহ অক্সিজেন প্রবাহিত করে জারিত করলে সোডিয়াম ক্রোমেট (Na₂CrO₄) প্রস্তুত করা হয়। উৎপন্ন Na₂CO₄ কে পানিতে দ্রবীভূত করে লঘু সালফিউরিক এসিড যোগ করলে সোডিয়াম ডাইক্রোমেট (Na₂Cr₂O₇) উৎপন্ন করে। 

এরপর ঐ উত্তপ্ত দ্রবণে পটাশিয়াম ক্লোরাইড (KCl) যোগ করলে উজ্জ্বল কমলা বর্ণের K₂Cr₂O₇ এর কেলাস পাওয়া যায়। 

4(FeO.Cr₂O₃)+8Na₂CO₃ +7O₂ 

—> 8Na₂CrO₄ +2Fe₂O₃ +8CO₂

2Na₂CrO₄ + H₂SO₄ —–> Na₂Cr₂O₇ + Na₂SO₄ + H₂O

Na₂Cr₂O₇ + 2KCl —–> K₂Cr₂O₇ + 2NaCl

ব্যবহারঃ পটাশিয়াম ডাইক্রোমেট রং শিল্পে, চামড়া শিল্পের ও শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হয়।