সুখবাদকে দু’টি ভাগে ভাগ করা হয়। যেমন- (১) মনস্তাত্ত্বিক সুখ এবং (২) নৈতিক সুখবাদ।

আবার এই নৈতিক সুখবাদকে দু’টি শ্রেণিতে ভাগ করা হয়।

যথা- (১) আত্মবাদী নৈতিক সুখবাদ এবং (২) পরার্থবাদী বা সৰ্ববাদী সুখবাদ বা উপযােগবাদ।

নৈতিক সুখবাদ নৈতিক আদর্শ সম্পৰ্কীয় একটা মতবাদ। এই মতবাদ অনুসারে সুখই মানব আচরণের চরম কাম্য। তাই যে কাজ সুখের পরিমাণ বৃদ্ধি করে, সেই কাজই ভালাে।

কোনাে কাজ ভালাে না মন্দ তা আমরা নিরূপণ করতে সুখকে গ্রহণ করি এবং এর দ্বারা সাথে সাথে আমরা নৈতিক অবধারণ গঠন করি। মানুষ সব সময় সুখ অন্বেষণ করে। সুখই মানুষের স্বাভাবিক কামনার বস্তু। যে সমস্ত কাজ মানুষের সুখ দেয়, সে সমস্ত কাজই ভালাে এবং যে সমস্ত কাজ মানুষের দুঃখ দেয়, সে সমস্ত কাজগুলাে মন্দ হিসেবে বিবেচিত হয়।