প্রশ্নঃ নৈতিক প্রগতি বলতে কি বুঝ?
অথবা, নৈতিক অগ্রগতি বলতে কি বুঝ?
অথবা, নৈতিক প্রগতি কি?
ভূমিকাঃ নৈতিক প্রগতি ধারণাটি ব্যক্তির আচরণের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। জীবনের নৈতিক আদর্শের উন্নতিই হলো নৈতিক প্রগতি। ব্যক্তির নৈতিক উন্নতির জন্য সমাজের অনেক প্রতিষ্ঠান প্রাচীনকাল থেকেই কাজ করে যাচ্ছে। যেমন— পরিবার, বিদ্যালয়, বিভিন্ন সভা সমিতি ইত্যাদির ভূমিকা নৈতিক প্রগতির ক্ষেত্রে অনস্বীকার্য।
নৈতিক প্রগতিঃ ইংরেজি Moral শব্দের অর্থ হলো নৈতিক এবং Progress শব্দের অর্থ হলো প্রগতি সুতরাং moral progress শব্দটির অর্থ হলো নৈতিক প্রগতি বা অগ্রগতি। সাধারণত নৈতিক প্রগতি বলতে নৈতিকতার নিচু স্তর থেকে উঁচু স্তরের দিকে ক্রমান্বয়ে অগ্রসর হওয়াকে বুঝায়। নৈতিক প্রগতির রয়েছে কয়েকটি স্তর। প্রথম স্তরে মানুষ কাজের নৈতিকতা বিচার করে থাকে রাষ্ট্র বা সমাজের মূল্যবোধ বা আদর্শ দ্বারা। নৈতিক আদর্শ এ পর্যায়ে অর্জিত হয় না। কারণ এ পর্যায়ে কাজের নৈতিকতা বিচার করা হয় বহি নিয়ন্ত্রণের মাধ্যমে। এরপর মানুষ যখন ক্রমান্বয়ে নৈতিকতার উচ্চতর স্তরে উঠতে থাকে তখন সে বুঝতে পারে যে, অভ্যন্তরীণ নিয়ন্ত্রই নৈতিক বিচারের একমাত্র কর্তা বহিঃনিয়ন্ত্রণ নয়। এভাবে নৈতিক অগ্রগতির সর্বশেষ ধাপে এক ধরনের আদর্শ রয়েছে। আর এটি নৈতিকতার পরম আদর্শ মানুষের এই নৈতিকতার পরম আদর্শের দিকে অগ্রসর হওয়ার প্রবণতাকে বলে নৈতিক প্ৰগতি।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, ব্যক্তির নৈতিকতা স্তরে স্তরে ধীরে ধীরে পর্যায়ক্রমে বিকশিত হয়। এরপর সে নৈতিক অগ্রগতির পথে ক্রমে অগ্রসর হয়। ব্যক্তির জীবনে নৈতিক আদর্শের পরম লক্ষ্যে পৌছানোর প্রচেষ্টাকে নৈতিক প্রগতি বলে।
Leave a comment