প্রশ্নঃ নৈতিক প্রগতির শর্তাবলি লিখ।
অথবা, নৈতিক প্রগতির শর্তাবলি সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, নৈতিক প্রগতির কি কি শর্ত রয়েছে?

ভূমিকাঃ প্রত্যেক মানুষের জীবনে একটি লক্ষ্য থাকে। যে লক্ষ্যকে উদ্দেশ্য করে ব্যক্তি সামনে এগিয়ে যায় এবং লক্ষ অর্জনের জন্য অক্লান্ত কাজ করে যায়। এ লক্ষ্য অর্জনই হলো তার জীবনের নৈতিক আদর্শ। আর একটি মানুষকে ধীরে ধীরে নৈতিক অগ্রগতির দিকে নিয়ে যায়।

নৈতিক প্রগতির শর্তাবলিঃ নীতিবিদ ম্যাকেঞ্জির মতে নৈতিক প্রগতির তিনটি শর্ত রয়েছে। যথা- ১. নৈতিক জগৎ; ২. নৈতিক জগতের অভ্যন্তরীণ বিরোধ ও ৩. অপূর্ণতার উপলব্ধি।

১. নৈতিক জগৎঃ মানুষ সামাজিক জীব এবং সে সমাজে বাস করে। প্রত্যেকটি সমাজই এক একটি নৈতিক জগৎ থাকে। যেখানে নৈতিক আদর্শ এবং নানা ধরনের বিধি নিষেধ ক্রিয়াশীল থাকে। এ নৈতিক আদর্শ ও বিধি নিষেধ প্রকাশ পায় সামাজিক প্রতিষ্ঠান ও মানুষের অভ্যাসের মাধ্যমে। কোনো কোনো সমাজের নৈতিক আদর্শ ঐ সমাজের প্রতিষ্ঠান ও মানুষের অভ্যাসের সাথে অসংগতিপূর্ণ ও হতে পারে। তখন নৈতিক আদর্শ ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ দেখা দেয়।

২. নৈতিক জগতের অভ্যন্তরীণ বিরোধঃ যখন সমাজের নৈতিক আদর্শ, সামাজিক প্রতিষ্ঠান ও মানুষের অভ্যাসের মধ্যে সংগতি দেখা দেয় তখন এগুলোর মধ্যে সংগতি স্থাপন করা জরুরি হয়ে দাঁড়ায়। তখন নৈতিকতার অগ্রগতির প্রয়োজন হয়ে পড়ে এবং তখন সমাজে নৈতিক অগ্রগতি ত্বরান্বিত হয়।

৩. অপূর্ণতার উপলব্ধিঃ সমাজের বিভিন্ন নৈতিক উপাদানের মধ্যে অন্তর্বিরোধই যে শুধু নৈতিক প্রগতিকে ত্বরান্বিত করবে এমনটা নয়। বরং কখনো কখনো নৈতিক অপূর্ণতার উপলব্দিও নৈতিক প্রগতিকে ত্বরান্বিত করে।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, মানুষের নৈতিক চেতনা উপরের শর্তগুলোর মধ্য দিয়েই বিকশিত হতে থাকে। নৈতিক চেতনা বিকাশের সাথে সাথে নৈতিক প্রগতি অর্জনের পথও সুগম হয়।