প্রশ্নঃ নেতার কার্যাবলী কী কী?

অথবা, নেতার ভূমিকা কী হওয়া উচিত?

ভূমিকাঃ সামাজিক জীবনে নেতৃত্ব একটি পরিচিত ও বহুল ব্যবহৃত শব্দ। বিভিন্ন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব সৃষ্টিকারী আচরণ পরিলক্ষিত হয়। এককথায় দুই বা ততােধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলে একজন নেতার ভূমিকায় থাকেন যার আচরণ ও ক্রিয়াকলাপ অন্যের ওপর প্রভাব বিস্তার করে।

নেতার ভূমিকা ও কার্যাবলীঃ দল ও পরিস্থিতি ভেদে নেতার ভূমিকা ও কার্যাবলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। নিম্নে একজন ফলপ্রসূ নেতার কার্যাবলি আলােচনা করা হলাে-

(১) নির্বাহী হিসেবে নেতার কার্যাবলিঃ দলের নেতা হিসেবে যে কাজটি স্বাভাবিকভাবে তার ওপর বর্তায় সেটি হলাে দলীয় কার্যাবলির সমন্বয়সাধন। দলীয় নীতি নির্ধারণে নেতা যদি সক্রিয় ভূমিকা পালন নাও করেন তবুও মূলনীতিসমূহ কাজে রূপান্তরিত করার দায়িত্ব নেতাকেই নিতে হয়।

(২) পরিকল্পনা প্রণয়নকারি হিসেবে নেতার কার্যাবলিঃ নেতার অন্যতম একটি কাজ হলাে দলের উন্নতির জন্য পরিকল্পনা প্রণয়ন। দলের বিভিন্ন লক্ষ্যকে সামনে রেখেই নেতা পরিকল্পনা প্রণয়ন করে থাকেন এবং তা কার্যকরি করার ব্যবস্থা করেন।

(৩) দলীয় কার্যাবলির সমন্বয় সাধক হিসেবে নেতার কার্যাবলিঃ একজন সফল নেতার অন্যতম প্রধান কাজ হলাে দলীয় কার্যাবলির সমন্বয়সাধন করা। নির্বাহীর ভূমিকায় থেকে তিনি এ কাজ নিজে করতে পারেন অথবা দলের অন্যকে দিয়ে করাতে পারেন। তবে যেভাবেই হােক না কেন তাকে অবশ্যই ভালাে-মন্দ দেখার বিষয়টি সতর্কতার সাথে দেখতে হয়।

(8) নীতি প্রণয়নকারি হিসেবে নেতার কার্যাবলিঃ দলের লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা প্রতিষ্ঠা করা নেতার অন্যতম কাজ। সাধারণত এসব লক্ষ্য ও নীতিমালার উদ্ভব তিনটি উৎস থেকে হতে পারে। যথাঃ (১) দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ; (২) দলের সদস্যদের চাহিদা থেকে এবং (৩) নেতার নিজস্ব ধারণা ও ক্ষমতা থেকে।

(৫) বিচারক ও মধ্যস্থতাকারি হিসেবে নেতার কার্যাবলিঃ নেতার অন্যতম একটি কাজ হলাে দলের অভ্যন্তরীণ কলহ ও দ্বন্দ্বের সালিস করা ও মধ্যস্থতা করা। এক্ষেত্রে নেতা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে বিভিন্ন সদস্যের মধ্যে দ্বন্দ্ব নিরসনে বিচারকের ভূমিকা নিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে শুধু মধ্যস্থতাকারি হিসেবেও কাজ করে থাকেন।

পরিশেষঃ সবশেষে বলা যায় যে, উপযুক্ত ভূমিকাগুলির সাথে নেতাকে মতাদর্শী ও দলের প্রতীক হিসেবে ভূমিকা পালন করতে হয়। এ ছাড়া নেতা একদিকে যেমন প্রিয়ভাজন ব্যক্তি হিসেবে দলীয় সদস্যদের সুখ-দুঃখের সাথী হন, তেমনি তাদের অগ্রাসী আচরণ ও বিক্ষোভকে সামলে নিয়ে সামনের দিকে চলতে হয়।