জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এটি একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। এই কার্বন-মনোক্সাইড নিঃশ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করলেন এটি রক্তের হিমোগ্লোবিনের কর্ম ক্ষমতা নষ্ট করে দেয়। অর্থাৎ আয়রন পেন্টা কার্বনিল [Fe(CO)₅] গঠন করে।
কার্বন মনোক্সাইড আমাদের শরীরে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। এজন্য কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয় করে।
Leave a comment