কঁাথ : কঁাথ শব্দের অর্থ হল দেয়াল। এই দেয়ালে সাধারণত ফ্রেসকো ও রিলিফের কাজ লক্ষ করা যায়। রিলিফ সৃষ্টি করা হয় প্রথম গৃহনির্মাণের। সময়ে, আর প্রতিবছরই নানান উৎসব-অনুষ্ঠান উপলক্ষে ফ্রেসকো আঁকা হয়ে। থাকে। এই ফ্রেসকো বা রিলিফ নির্মাণের আগে দেয়ালকে সৃজন উপযােগী। করে তােলা হয়, কাকরমাটি, নীলমাটি ও সাদা মাটির প্রলেপন দিয়ে। মহিলারা। দেয়ালগুলিকে ছবি আঁকার উপযােগী ক্যানভাস করে তােলেন এবং ছবিও। অাঁকেন তাঁরাই। কিন্তু কঁাথ বা দেয়াল তৈরি করেন পুরুষেরাই।
পিণ্ডা : সাঁওতাল জনজাতির পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়ির একেবারে নীচের অংশ অর্থাৎ গ্রাম্যভাষায় গাঙ্ দেয়ালকেই পিণ্ডা বলা হয়ে থাকে। এই পিণ্ডা কাথের নীচের অংশ যা কাথের থেকে বাইরের দিকে স্থূলভাবে শেষ হয়েছে। এটিকে মােটা করে গােবরের প্রলেপ দিয়ে শক্ত করে তৈরি করা হয়, যাতে জল লাগলে কিংবা বৃষ্টির ঝাপটায় নষ্ট না হয়ে যায়। এতে কালাে রং লাগানাে হয় এবং এমনভাবে তৈরি করা হয় যাতে এর ওপর মানুষ বসতে পারে। আমরা বসার জন্যে যে পিঁড়ি ব্যবহার করি, এই শব্দটি সেই ‘পিণ্ডা’ থেকেই এসেছে।
Leave a comment