প্রশ্নঃ দেওয়ানী প্রকৃতির মামলা বলতে কি বুঝ? ইহা সম্পর্কে যা জান লিখ৷
What do you mean by suits of Civil nature ? Write what you know about it.
অথবা, “নিষেধ না থাকলে দেওয়ানী আদালত সকল প্রকার দেওয়ানী মামলার বিচার করবে”- আলোচনা কর।
OR, “A civil court can try all suits of Civil nature excepting suits of which their cognizance is either expressly or implied barred.” — Discuss
উত্তরঃ দেওয়ানী কার্যবিধির ৯ ধারা অনুযায়ী বিধি নিষেধ ব্যতীত দেওয়ানী আদালত সকল প্রকার দেওয়ানী প্রকৃতির বিচার করবেন।
দেওয়ানী প্রকৃতির মামলা বলতে ঐ ধরনের মামলাকে বুঝায় যখন মামলার প্রধান প্রশ্ন নাগরিক অধিকার সংক্রান্ত। নাগরিক অধিকারটি অবশ্য বেশ ব্যাপক ও বিস্তৃত বিষয়। যেখানে একজন নাগরিকের অধিকার ও দায়িত্বের প্রশ্ন জড়িত থাকে সেখানে এর লংঘনের ক্ষেত্রে দেওয়ানী প্রকৃতির মামলার উদ্ভব হয়। নিছক ধর্মীয় রীতি নীতি বা সামাজিকতা কিংবা গোত্র সংক্রান্ত কোন বিষয় যেখানে মুখ্য সেখানে এই ধারা মতে তা দেওয়ানী প্রকৃতির মামলা নয়। কিন্তু এ ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে, এ সকল ক্ষেত্রেও যদি কোন সম্পত্তি বা পদের প্রশ্নটি মুখ্য হয় যা কোন ধর্মীয় আচার অনুষ্ঠান যা সামাজিকতার উপর নির্ভরশীল তবে সেই প্রশ্নটি মীমাংসা করার পূর্ণ এখতিয়ার এ আদালতের আছে, কেননা এগুলি ও দেওয়ানী প্রকৃতির।
তাই কোন গোত্রের নিজস্ব রীতিনীতি নিয়ে কোন প্রশ্ন উত্থাপিত হলে তা দেওয়ানী প্রকৃতির পর্যায়ে পড়ে না, কেননা এতে কোন অধিকারের প্রশ্ন জড়িত নয়, কিন্তু কোন ব্যক্তিকে তার গোত্র হতে বহিস্কার করা হলে তার আইনগত অধিকার ক্ষুন্ন হয় বলে তা দেওয়ানী প্রকৃতির মামলার পর্যায়ে পড়ে। একইভাবে কোন ধর্মীয় প্রতিষ্ঠানের কোন পদ হতে কাউকে বহিস্কার করা হলে কিংবা কোন সম্পত্তি হতে বঞ্চিত করা হলে তা দেওয়ানী প্রকৃতির মামলা হিসেবে গণ্য হবে। কিন্তু একজন ধর্মীয় নেতার বিশেষ সুযোগ সুবিধা সংক্রান্ত দাবী দেওয়ানী প্রকৃতির নয় [45 Boni 59]। কিংবা কোন গোত্রীয় ভোজসভা বা অনুষ্ঠানে কোন সদস্যকে নিমন্ত্রণ না করা হলে তা দেওযানী মামলার উদ্ভব ঘটায় না।
মামলার বিষয় বস্তুর উপর নির্ভর করবে সংশ্লিষ্ট মামলাটি দেওয়ানী প্রকৃতির কি না মামলার পক্ষগণের মর্যাদার উপর নয়। পক্ষগণের প্রতি যদি দেওয়ানী প্রকৃতির হয় তবে তা বিচার করার এখতিয়ার দেওয়ানী আদালতের থাকবে। কোন আইন দ্বারা সুস্পষ্টভাবে নিষিদ্ধ করা না থাকলে প্রত্যেক দেওয়ানী আদালতের এখতিয়ার অক্ষুন্ন থাকবে। সাধারণ আইন দ্বারা এবং বিধিবদ্ধ আইন দ্বারা সৃষ্ঠ ও সংরক্ষিত দেওয়ানী প্রকৃতির অধিকারের মধ্যে কোন পার্থক্য এ ধারা স্বীকার করে না।
বিভিন্ন আদালতের সিদ্ধান্ত মোতাবেক যেগুলি দেওয়ানী প্রকৃতির মামলা হিসেবে গণ্য করা হয়েছে তন্মধ্যে নিম্নলিখিতগুলি উল্লেখযোগ্যঃ
দেওয়ানী প্রকৃতির মামলাঃ যে সকল মামলা দেওয়ানী প্রকৃতির মামলা বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে তন্মধ্যে নিম্নলিখিতগুলি উল্লেখযোগ্যঃ
১. সরকার বা স্থানীয় স্বায়ত্বশাসিত সংস্থা কর্তৃক বা তার বিরুদ্ধে আনীত মামলা [40AIR (1940) Lah 451]।
২. চাকুরী হতে অপসারনের নির্দেশ বে-আইনী ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক আনীত মামলা [PLD 1955 Sind 200 ]|
৩. প্রার্থনা করার অধিকার প্রতিষ্ঠিত করার মামলা [52 AIR (1952) SC 245]|
৪. মুসলিম বা হিন্দু বিবাহ বিচ্ছেদের মামলা [39 AIR Cal. 430]|
৫. কোন সদস্যকে বে-আইনীভাবে কোন সামাজিক ক্লাবের সদস্য পদ হতে বহিস্কার করার বিরুদ্ধে আনীত মামলা [39 AIR (1939) Bom. 35]|
দেওয়ানী প্রকৃতির মামলা নয়ঃ যে সকল মামলা দেওয়ানী প্রকৃতির নয় বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে তন্মধ্যে নিম্নলিখিতগুলি উল্লেখযোগ্যঃ
১. যে মামলার প্রধান বিষয় কোন ধর্মীয় প্রথা বা অনুষ্ঠানের সাথে জড়িত [(1969) A11. 68]।
২. কোন পদাধিকার সূত্রে পদমর্যাদার দাবী, যেমন একটি মঠের স্বামী কর্তৃক উৎসবের সময় শহরের প্রধান প্রধান রাস্তায় পালকীতে বহন করার দাবী [(1978) 2 Bom. 470]|
৩. যেখানে সংশ্লিষ্ট সম্পত্তিতে বাদীর কোন স্বত্ব নেই কিন্তু কোন দায়িত্ব পালনের দাবী জানায়। যেমন ট্রাষ্টি কর্তৃক মন্দির পরিচালনার দায়িত্ব পালনের দাবী [19 All. 428]|
8. ধর্মীয় অনুসারীদের দ্বারা সম্মান ও সেবা পাবার দাবী [AIR Mad. 493]|
৫. কোন সম্পত্তি বা পদের অধিকার ব্যতীত শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার মামলা দেওয়ানী আদালত গ্রহণ করতে পারেন না [AIR 1961 SC 172]|
Leave a comment