নিষাদ
-
পরিচয়: বৈদিক যুগের অপর একটি জাতি নিষাদরা ছিল অনার্য। নিষাদরা গ্রামাঞ্চলে বা বনেজঙ্গলে বাস করত। কোনাে কোনাে ইতিহাসবিদ বর্তমানকালের ‘ভিল’ নামে উপজাতিগােষ্ঠীকে বৈদিক যুগের নিষাদ জাতির সঙ্গে অভিন্ন বলে মনে করেন।
-
বৃত্তি: নিষাদরা খাদ্য-উৎপাদনকারী মানুষ (‘Food- producing man’) হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। কেননা, তারা নিজেরা চাষবাস করত না।প্রধানত বনেজঙ্গলে পশু শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। গ্রামে কৃষিজমিতে বন্য পশুপাখির উৎপাত হলে তাদের হত্যা করে কৃষিকে রক্ষা করাই ছিল তাদের প্রধান কাজ। তারা বনের ফলমূল ও পশুপাখির মাংস খেয়ে বেঁচে থাকত। এজন্য তাদের অনেকটা খাদ্যসংগ্রহকারী মানুষ (Food- gathering man) হিসেবে চিহ্নিত করা যায়।
-
ধর্ম-ভাবনা: নিষাদরা অনার্য হওয়ায় তাদের সমাজে বৈদিক ধর্মচর্চার কোনাে প্রশ্নই ছিল না। তারা নিজেদের প্রাচীন উপজাতীয় জীবনের ধর্মকেই পালন করত এবং নিজেরাই ছিল নিজ-সমাজের শাসক।
Leave a comment