❋ নিরক্ষরতা এক অভিশাপ এ সম্পর্কে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র রচনা কর।

০৫ ফেব্রুয়ারি ২০২১ 

বরাবর সম্পাদক 
দৈনিক জনকণ্ঠ 
২৪/এ, নিউ ইস্কাটন রােড, ঢাকা। 

বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। 

জনাব 

আপনার সম্পাদিত ও বহুল প্রচারিত দৈনিক জনকণ্ঠ’-এ ‘চিঠিপত্র’ কলামে এতদসঙ্গে প্রেরিত জনগুরুত্বপূর্ণ বিষয়ে লেখা পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। 

বিনীত 
রাহুল চৌধুরী 
মুরাদনগর, কুমিল্লা।

নিরক্ষরতা এক অভিশাপ 

একবিংশ শতাব্দীর এই বিজ্ঞান-নির্ভর যুগেও বহু মানুষ নিরক্ষরতার অভিশাপে জর্জরিত। এটি পরিতাপের বিষয় যে, জ্ঞানবিজ্ঞানের আলাে আজও তাদের কাছে পৌঁছায়নি। অক্ষরজ্ঞানহীন একটি বিরাট জনগােষ্ঠী শিক্ষার আলাে থেকে আজও বঞ্চিত। সমাজ, সভ্যতা, অর্থনীতি, রাজনীতি এবং সাহিত্য ও সংস্কৃতির স্বাদ থেকে চিরবঞ্চিত এসব নিরক্ষর মানুষ প্রায় সকলেই অনুন্নত ও দরিদ্র দেশগুলাের বাসিন্দা। ব্যাপক দারিদ্র ও বেকারত্ব তাদের এই অভিশাপচক্রে ঠেলে দিয়েছে। প্রকৃতপক্ষে, নিরক্ষরতা আজ জাতির বুকে জগদ্দল পাথরের মতাে চেপে বসেছে। এটি জাতীয় উন্নতির প্রধান অন্তরায়। আমাদের দেশে এখনাে প্রায় শতকরা পঁয়ত্রিশ জন লােক নিরক্ষর। গােটা জাতির প্রায় অর্ধেক জনগােষ্ঠীকে নিরক্ষর রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। শিক্ষিত জনগােষ্ঠী দেশের সম্পদ কিন্তু অশিক্ষিত জনগােষ্ঠী দেশের বােঝা। যদি নিরক্ষরতার পাষাণ বােঝাকে শিক্ষা নামক চালিকা শক্তি দিয়ে চলমান করা যায়, তবেই এদেশকে যথার্থ প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব । গাদাবােট সাথে বেঁধে স্টিমার যেমন অতি দ্রুত চলতে পারে না তেমনই অসংখ্য নিরক্ষর মানুষ নিয়ে বাংলাদেশের পক্ষেও অগ্রগতির পথে ধাবিত হওয়া নিছক স্বপ্নমাত্র। যদিও বাংলাদেশের নিরক্ষরতা দূরীকরণে ইতােমধ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তথাপি সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ গ্রহণও এখন জরুরি হয়ে পড়েছে। আর তা হলেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাছাড়া, দেশের ছাত্রছাত্রীরাও তাদের অবসর সময়ে ছড়িয়ে পড়তে পারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে . শিক্ষার বাতি একেবারেই জ্বলেনি। উদাহরণস্বরূপ বলা যায়, চীন ও রাশিয়ার ছাত্রছাত্রীরা অবসর ও ছুটির সময় বয়স্ক নিরক্ষরদের শিক্ষিত করে তােলার জন্য সময় ব্যয় করে থাকে। এই আদর্শকে আমরাও গ্রহণ করতে পারি। তাই আসুন আর সময় নষ্ট না করে আমরা নিরক্ষরতার বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করি এবং জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করি। 

নিবেদক 
রাহুল চৌধুরী
মুরাদনগর, কুমিল্লা।