নিকেল আকরিককে তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীভূত করে বিগলন করা হয়। 

এই বিগলিত আকরিককে পর্যাপ্ত সিলিকার সাথে মিশ্রিত করে বেসিমার চুল্লিতে উত্তপ্ত করা হয়। ফলে সব আয়রন সালফাইড ফেরাস সিলিকেটে (FeSiO₃) রূপান্তরিত হয় এবং ধাতুমল হিসাবে দূর হয়। এই জারণের ফলে প্রাপ্ত পদার্থকে নিকেল ম্যাট বলা হয়। 

নিকেল ম্যাটে Ni-55% ; Cu- 25% থেকে 30% ; S- 14% থেকে 17% ; Fe – 0.1% থেকে 0.5% উপস্হিত থাকে।