ক্যালসাইট (CaCO₃) নামক এক বিশেষ খনিজ পদার্থ থেকে নিকেল প্রিজম প্রস্তুত করা হয়। নিকেল প্রিজম বিভিন্ন তলে আলোর স্পন্দনকে ছাঁকন করে এক সমতলীয় আলোতে পরিণত করতে পারে।