আয়রনের সঙ্গে নিকেল ও কার্বন মিশ্রিত করলে যে সংকর ধাতু তৈরি হয় তাকে নিকেল ইস্পাত বলে।

নিকেল ইস্পাতের সংযুক্তি 

Fe- 94% ; Ni-5% ; C-1% 

নিকেল ইস্পাত ক্যাবল, বিমান, অটোমোবাইলের যন্ত্রাংশ, ভারী বন্দুক তৈরিতে ব্যবহার করা হয়।