নিউক্লিয়ন  সংখ্যা ঃ  কোন মৌলের নিউক্লিয়াসে অবস্হিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে নিউক্লিয়ন  সংখ্যা বলে। 

কোন মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়।

মৌলের প্রোটন সংখ্যাকে P,  নিউট্রন সংখ্যাকে n এবং ভর সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়।

মৌলের নিউক্লিয়ন  সংখ্যা = P + n
Li এর প্রোটন সংখ্যা / পারমানবিক সংখ্যা 3 এবং নিউট্রন সংখ্যা 4. সুতরাং Li এর নিউক্লিয়ন  সংখ্যা        = 3 + 4 = 7.   

আবার Li এর ভর সংখ্যাও 7.
অর্থাৎ  কোন মৌলের ভর সংখ্যাই ঐ মৌলের নিউক্লিয়ন  সংখ্যা নির্দেশ করে। 

তবে মৌলের ভর সংখ্যা ভগ্নাংশ  হলে ভগ্নাংশ অংশটুকু বাদ দিলে যে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তা ঐ মৌলের নিউক্লিয়ন  সংখ্যা। 

কাজেই কোন মৌলের ভর সংখ্যা মনে রাখলেই ঐ মৌলের নিউক্লিয়ন  সংখ্যা জানা যায়। 

Cl এর ভর সংখ্যা 35.5 ,  Cl এর নিউক্লিয়ন  সংখ্যা 35. 

আবার  Fe এর ভর সংখ্যা 55.85 এবং Fe এর নিউক্লিয়ন  সংখ্যা 55.