নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের পরিচয় দাও
উত্তর: বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক অবিসংবাদিত নাম গিরিশচন্দ্র ঘোষ (১৮৭৭-১৯২২)। বাংলা নাটকের উদ্ভবে তিনিই সর্বাপেক্ষা প্রভাবশালী ও খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব। তিনি একাধারে নাট্যকার, নাট্য প্রযোজক ও নাট্য অভিনেতা ছিলেন। তিনি সামাজিক, ঐতিহাসিক এবং পৌরাণিক নাটক রচনায় সমকালে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন। পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের সফলতা আকাশচুম্বী। তিনি রামায়ণ ও মহাভারতের কাহিনি নিয়ে। নাটক রচনা করেছেন। তার পৌরাণিক নাটকগুলো হলো রাবণবধ, রামের বনবাস, অভিমন্যুবধ, বুদ্ধদেব বিল্বমঙ্গল প্রভৃতি। গিরিশচন্দ্র ঘোষ সামাজিক নাটক রচনায়ও দক্ষতা দেখিয়েছেন। মধ্যবিত্ত হিন্দু বাঙালির সমস্যা তার নাটকে তুলে ধরা হয়েছে। তার সামাজিক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- প্রফুল্ল, বলিদান, মায়াবসান গৃহলক্ষ্মী প্রভৃতি।
পরিশেষে বলা যায় যে, অভিনেতা, নাট্যরচয়িতা ও মঞ্চপরিচালনা প্রভৃতি ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment