নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকারণ কি? 




বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে যে পদ্ধতিতে নাইট্রোজেন যৌগে পরিণত করে এবং ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখা যায় তাকে নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকারণ বলে।

নাইট্রোজেন ফিক্সেশনের দুইটি পদ্ধতি- 

১. প্রাকৃতিক ফিক্সেশন। 

২. কৃত্তিম ফিক্সেশন।