মহাকবি হিসেবে নবীনচন্দ্র সেন কতটুকু সার্থক আলোচনা কর।

উত্তর: উনিশ শতকের বিশিষ্ট কবি নবীনচন্দ্র সেন (১৮৪৭-১৯০৯)। নবীনচন্দ্রের প্রথম গীতিকবিতা সংকলন অবকাশ রঞ্জিনী ১৮৭১ সালে প্রকাশিত হয়। তারপর তিনি কয়েকটি আখ্যানকাব্য রচনা করেন। পলাশীর যুদ্ধ (১৮৭৫), ক্লিওপেট্টা (১৮৭৭) এবং রঙ্গমতী (১৮৮০)। তার মধ্যে পলাশীর যুদ্ধ ঐতিহাসিক গাঁথাকাব্য। ইংরেজদের লেখা ইতিহাসে সিরাজ চরিত্র কলঙ্কের কালিমালেপনে আচ্ছন্ন নবীনচন্দ্র তার উপরে নির্ভর করে সিরাজকে নায়কত্বের মর্যাদা দিতে কুষ্ঠিত হয়েছেন। তার কাব্যে মোহনলালই প্রাধান্য পেয়েছে, তার মধ্য দিয়ে দেশাত্মবোধ অভিব্যক্ত। নবীনচন্দ্র ‘পলাশীর যুদ্ধে’ অনেক স্থানেই বায়রনের Childe Harold এর যুদ্ধ বর্ণনা পদ্ধতি অনুসরণ করেছেন। এমনকি কোথাও কোথাও তার আক্ষরিক অনুবাদ পর্যন্ত করেছেন।

‘পলাশীর যুদ্ধের’ কাব্য মূল্য বিশেষ কিছু নেই। তবে তার দেশপ্রেমের ভবোচ্ছ্বাস সমকালীন পাঠকদের প্রভাবিত করেছিল। নবীনচন্দ্রের ক্লিওপেট্টা (১৮৭৭) একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা মাত্র, কবি দ্বিচারিণী ক্লিওপেট্রার প্রতি পাঠকের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করেছেন, রচনাটির বিশেষত্ব মাত্র এটুকুই। রঙ্গমতী (১৮৮০) স্কটের আদর্শে রচিত আখ্যায়িক কাব্য, কাল্পনিক কাহিনির পটভূমি চট্টগ্রামের রাঙামাটি অঞ্চল, শিবাজীর প্রসঙ্গ সন্নিবিষ্ট করে কবি রচনাটিকে স্বাদেশিকতার গৌরব দিতে চেয়েছেন। এ রচনাটির কাব্য মূল্যও অকিঞ্চিৎকর। নবীনচন্দ্র সেনের বিষয়বস্তুতে মহাকাব্যোচিত বিশালতা লক্ষণীয়। তার কাব্যে কেন্দ্রীয় ঘটনা যথাক্রমে সুভদ্রাহরণ, অভিমন্যুবধ ও যদুবংশ ধ্বংস। নিষ্কাম ধর্ম ও নিষ্কাম প্রেমের সূত্রে আর্য অনার্যের ঐক্যবন্ধন এবং অখণ্ড হিন্দু সংস্কৃতির প্রতিষ্ঠা। এ উদ্দেশ্য সাধনেই নায়ক শ্রীকৃষ্ণের আবির্ভাব। তার সহায় ছিল অর্জুনের বীরত্ব, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মনীষা, সুভদ্রার প্রীতি ও শৈলজায় প্রেম। দুর্বাসার অকারণ প্রতিহিংসা ও অভিমান এবং বাসুকির সংশয় ছিল তার বিরোধী শক্তি। কল্পনা ও আবেগের মাত্রাহীন অসংযম, রচনারীতিতে মৈথিল্য, সুলোচনায় অসংযত কৌতুকচাপল্য ও লঘুতা, চরিত্র চিত্রণে দুর্বলতা প্রভৃতি ত্রয়ী মহাকাব্যের গৌরব অর্জনে গুরুতর বাধা হয়ে দাঁড়িয়েছে। নিছক আখ্যায়িকা কাব্য হিসেবেও ঘটনা ও চরিত্রের টানাপোড়েন তাদের সংহত রূপ দিতে কবি ব্যর্থ হয়েছেন।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।