❋ নতুন প্রধান শিক্ষকের আগমন উপলক্ষে সংবর্ধনা জানিয়ে মানপত্র।
সাটুরিয়া পাইলট গার্লস হাইস্কুলের নবাগত প্রধান শিক্ষক জনাব কামাল হােসেনের যােগদান উপলক্ষে
শ্ৰধা-অভিনন্দন
হেনবাগত শিক্ষাগুরু,
আপনার শুভাগমনে শতাব্দী প্রাচীন পাইলট গার্লস স্কুলটি আজ আনন্দে উদ্বেলিত। ঐতিহ্যবাহী এই শিক্ষাঙ্গনে আপনার মতাে একজন গুণী পণ্ডিতের পদার্পণে আমরা ধন্য, গৌরবান্বিত। আপনি আমাদের প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন।
হে মহান শিক্ষাবিদ,
আপনার আলােকশিখা সবার অন্তরে জ্বালাবে জ্ঞানের প্রদীপ। সেই আলােয় আলােকিত হব আমরা, হবে সমাজ ও দেশ। সাটুরিয়া পাইলট গার্লস হাইস্কুলের আজকের সুনামকে ধরে রাখতে উত্তরােত্তর সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি করতে আপনার মতাে সৎ, একনিষ্ঠ ও যােগ্য ব্যক্তির নেতৃত্বের একান্ত প্রয়ােজন। আলােকিত সমাজ নির্মাণে আপনার অবদান যেন চিরস্মরণীয় থাকে, এটা আমাদের একান্ত কামনা। আপনার প্রেরণা ও কর্মচাঞ্চল্য নতুন প্রাণ-প্রাচুর্যে ভরে দেবে আমাদের আঙিনা।
হে মহান,
আমরা আশাবাদী, আপনার যােগ্য নেতৃত্বে নতুন মাত্রা পাবে আমাদের পথ চলা। স্কুলের শিক্ষার পরিবেশ হবে আরাে উন্নত। আপনার স্নেহচ্ছায়া জ্ঞানের দীপ্তিতে উজ্জ্বল হব আমরা। অবক্ষয়-জীর্ণ সমাজ হয়ে উঠবে আলােকোজ্জ্বল।
বুকে অনেক প্রত্যাশা নিয়ে আমরা আজ আপনাকে স্বাগত জানাই। আপনার চলার পথ হােক কুসুমকোমল।
মানিকগঞ্জ। শ্রদ্ধাবনত
আলােকপ্রত্যাশী ছাত্রীবৃন্দ
সাটুরিয়া পাইলট গার্লস হাইস্কুল
সাটুরিয়া, মানিকগঞ্জ ।
Leave a comment