প্রশ্নঃ নজির (Precedent) কাকে বলে? 

নজীরঃ নজীর বলতে পূর্ববর্তী মামলার সিদ্ধান্তকে বুঝায় যা পরবর্তী অনুরূপ মামলায় বিচারকার্যে অনুসৃত হয়। একটি মামলার সিদ্ধান্ত গ্রহণে আদালতকে অনেক কিছু বিবেচনা করতে হয় এবং এই সিদ্ধান্তগুলি পরবর্তীকালে দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয়। একই ধরনের মামলায় পরবর্তীকালে এরূপ সিদ্ধান্তেরই পুনরাবৃত্তি ঘটে। এরূপ না করা হলে একই ধরনের পরিস্থিতিতে বিভিন্ন আদালত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতেন।

ত্রয়োদশ শতাব্দীতে প্রথম পাঁচশত মামলার বিবরণী সম্বলিত একটি পুস্তক প্রকাশিত হয় এবং পরবর্তীকালে এগুলির ভিত্তিতে বিচারকার্য সম্পন্ন করা হয়। বর্তমানে এগুলি আরো ব্যাপকভাবে ব্যবহার করা হয়। উচ্চ আদালতের নিষ্পত্তিকৃত মামলাগুলি নিয়মিতভাবে পুস্তক আকারে প্রকাশিত হয়। এর দ্বারা বিচারকগণ সহজেই প্রভাবিত হন এবং এর বৈধতা স্বীকৃত বিধায় নজীরের উদ্ধৃতি বিচারকার্যে নিত্যনৈমিত্তিক ব্যাপার হিসেবে গণ্য করা হয়।