প্রশ্নঃ নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
Or, Preparation of Cash Receipt and Cash Payment Journal
নগদ প্রাপ্ত জাবেদা (Cash Receipts Journal): যাবতীয় নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেনসমূহের সঠিক হিসাব সংরক্ষণ এবং এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নগদ প্রাপ্তি জাবেদা একটি বিজ্ঞানসম্মত হিসাব কৌশল। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান সনাতন নিয়মে নগদান বই এর পরিবর্তে আধুনিক নিয়মের ‘নগদান প্রাপ্তি জাবেদা’ সংরক্ষণ করে থাকে।
উদাহরণঃ মালিহা এন্টারপ্রাইজ ৫ ঘরবিশিষ্ট নগদ প্রাপ্তি জাবেদা ব্যবহার করেন।
ঘরগুলো হলোঃ নগদ (ডেবিট); বিক্রয় বাট্টা (ডেবিট); প্রাপ্য হিসাব (ক্রেডিট); বিক্রয় (ক্রেডিট); অন্যান্য হিসাব (ক্রেডিট)।
নিম্মোক্ত লেনদেনগুলো মালিহার এন্টারপ্রাইজের নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করঃ
সমাধানঃ নগদ প্রাপ্তি জাবেদা
Leave a comment