একটি ধ্বনিমূল সাধারণভাবে অন্য ধ্বনিমূলের বিরােধী। তবে এক ধ্বনিমূলের সঙ্গে অন্য ধ্বনিমূলের তফাত থাকলেও তাদের মধ্যে কিছু মিলও থাকে। যদি দেখা যায়, দুটি ধ্বনিমূলের মধ্যে উচ্চারণ স্থান বা উচ্চারণ প্রকৃতির দিক থেকে মিল থাকলেও একটি বিষয়ে অমিল আছে, তাহলে সেই অমিলটিকেই বলা হবে তাদের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য।
বাংলা মূলধ্বনির দৃষ্টান্তেই বিষয়টি স্পষ্ট হতে পারে। যেমন, ‘তালা’ ও ‘থালা’ শব্দ দুটির ধ্বনি বিশ্লেষণ করলে হবে –
অতএব ‘তালা’ ও ‘থালা’ শব্দের মধ্যে যেসব ধ্বনি আছে তার মধ্যে ‘ত’ ও ‘থ’ ধ্বনিমূল দুটি পরস্পরের থেকে পৃথক। ‘ত্’ একটি অঘােষ দন্ত্য অল্পপ্রাণ ধ্বনি, অন্যদিকে ‘থ’ হল একটি দন্ত্য মহাপ্রাণধ্বনি। তাহলে দেখা যাচ্ছে যে, এই দুটি ধ্বনির মধ্যে পার্থক্য কেবল অল্পপ্রাণতা ও মহাপ্রাণতায়। আর এটাই হল ‘তৃ’ ও ‘থ’ ধ্বনিমূলদ্বয়ের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য।
একটা ইংরেজি দৃষ্টান্ত দিলেও বিষয়টা স্পষ্ট হবে। ধরা যাক, sip আর zip দুটি শব্দ। এদের ধ্বনিগুলি হল যথাক্রমে /s, i, p/ এবং /z,i,p/। এখানে দেখা যাচ্ছে যে, s আর z স্বনিম দুটির জন্য দুটি শব্দ আলাদা হয়ে গেছে। এখন এদের ধ্বনিচরিত্র দেখা যাক। ‘s’একটি অঘােষ, দন্তমূলীয়, উষ্ম ধ্বনি। অন্যদিকে ‘z হল একটি ঘােষ, দন্তমূলীয়, উষ্ম ধ্বনি। তাহলে দেখা যাচ্ছে, অন্য সব দিকে মিল থাকলেও ‘s’ ও ‘z’-এর মধ্যে মূল অমিল হল এদের একজন ঘােষ ধ্বনি এবং অন্যজন অঘােষ ধ্বনি। এই পার্থক্যটিই হল ‘S’ আর ‘z’ ধ্বনিমূলের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য।
ধ্বনিতত্ত্বে ন্যূনতম শব্দজোড়ের (Minimal pair) ভূমিকা সবিস্তারে লেখাে।
সহধ্বনির (Allophone) স্বরূপ বিশ্লেষণ করাে।
বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূলের তুলনামূলক আলােচনা করাে।
উদাহরণ সহযােগে ধ্বনিমূলের অবস্থান (Distribution) ব্যাখ্যা করাে।
কয়েকটি পদ্ধতির সাহায্যে খুব সংক্ষেপে ভাষায় উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল ও সহধবনি শনাক্ত করাে।
অথবা, ভাষার ধ্বনিমূল এবং সহধ্বনি শনাক্তকরণের প্রধান তিনটি পদ্ধতির আলােচনা সংক্ষেপে করাে।
উদাহরণসহ ধ্বনিমূল এবং সহ ধ্বনির সম্পর্ক নির্ণয় করাে।
দুটি করে উদাহরণ-সহ গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনি-র পরিচয় দাও।
অবিভাজ্য ধ্বনি বলতে কী বােঝ? উদাহরণসহ অবিভাজ্য ধ্বনিগুলি সম্পর্কে আলােচনা করাে।
অথবা, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও।
উদাহরণসহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও।
যুক্ত ধবনি কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
অথবা, উদাহরণসহ যুক্ত ধ্বনির পরিচয় দাও।
বাংলা মৌলিক স্বরধ্বনিগুলির উচ্চারণ বৈশিষ্ট্য আলােচনা করাে।
জোড়কলম শব্দ সম্পর্কে আলােচনা করাে।
Leave a comment