ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য  নিম্নরূপ:

১. যেসকল পরিবাহী ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে তাকে ইলেকট্রনিক বা ধাতব পরিবাহী বলে।
অপরদিকে, যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং সেই সাথে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে।

২. ধাতব পরিবাহী পদার্থের কোনরূপ পরিবর্তন হয় না।

তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে রাসায়নিক বিক্রিয়া ঘটে ও নতুন পদার্থের সৃষ্টি হয়।

৩. ধাতব পরিবাহী হচ্ছে সকল ধাতু ও গ্রাফাইট। 

তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী গলিত লবণ, এসিড, ক্ষার ও লবণের দ্রবণ।