উত্তপ্ত ধাতব নাইট্রাইডের সাথে পানি বিক্রিয়া করলে ধাতব হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়া উৎপন্ন হয়।
যেমনঃ উত্তপ্ত ম্যাগনেসিয়াম নাইট্রাইড পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়া উৎপন্ন করে।
অনুরূপভাবে, ক্যালসিয়াম নাইট্রাইড সোডিয়াম নাইট্রাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়া উৎপন্ন করে।
Mg₃N₂ + 6H₂O —->3Mg(OH)₂ + 2NH₃
Ca₃N₂ + 6H₂O —–> 3Ca(OH)₂ + 2NH₃
Na₃N +3H₂O —–>3NaOH+NH₃
Leave a comment