“আসে নাই ফিরে ভারত-ভারতী?/মার কতদিন দ্বীপান্তর?”—‘মা’কে দ্বীপান্তরিতা বলা হয়েছে কেন?
স্বাধীনতার জন্য সংগ্রামীদের দ্বীপান্তরে পাঠানাে হত বলেই সেই তাৎপর্যে দেশ ‘মা’কে দ্বীপান্তরিতা বলা হয়েছে।
“মা’র কতদিন দ্বীপান্তর?” -এই ‘মা’ কে?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার উদ্ধৃতাংশে ‘মা’ হলেন কবি তথা ভারতবাসীর দেশ মা।
“পুণ্য বেদীর শূন্যে ধ্বনিল”—বেদি শূন্য, কী কারণে?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতার উদ্ধৃতাংশে বেদিকে শূন্য বলা হয়েছে, কারণ বেদিতে অধিষ্ঠিত দেশমাতা দ্বীপান্তরে বন্দিনি হয়েছেন।
“শতদল যেথা শতধা ভিন্ন / শস্ত্র-পাণির অস্ত্র-ঘায়”- এই শস্ত্র-পাণি’ কী?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় উদ্ধৃতাংশে শস্ত্রপাণি হল ইংরেজ সরকারের পুলিশ প্রশাসন।
“যন্ত্রী যেখানে সান্ত্রী বসায়ে / বীণার তন্ত্রী কাটিছে হায়”- বীণার তন্ত্রী কী?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতার উদ্ধৃতাংশে ‘বীণার তন্ত্রী’ হল মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর।
“ধ্বংস হ’ল কি রক্ষপুর”- এই ‘রক্ষ-পুর’ কী?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার উদ্ধৃতাংশে ‘রক্ষ-পুর’ হল ইংরেজ শাসিত ভারত।
“যক্ষপুরীর রৌপ্য পঙ্কে / ফুটিল কি তবে রূপ কমল?”- এই ‘রূপ-কমল’ কী?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার উদ্ধৃতাংশে ‘রূপ-কমল’ হল প্রাণশক্তি।
বাংলা- একাদশ শ্রেণি
কর্তার ভূত MCQ (একাদশ শ্রেণি)
তেলেনাপােতা আবিষ্কার MCQ (একাদশ শ্রেণি)
ডাকাতের মা MCQ (একাদশ শ্রেণি)
সুয়েজখালে : হাঙ্গর শিকার MCQ (একাদশ শ্রেণি)
গালিলিও MCQ (একাদশ শ্রেণি)
নীলধ্বজের প্রতি জনা MCQ (একাদশ শ্রেণি)
বাড়ির কাছে আরশীনগর MCQ (একাদশ শ্রেণি)
নুন MCQ (একাদশ শ্রেণি)
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে MCQ (একাদশ শ্রেণি)
‘শিক্ষার সার্কাস’ MCQ (একাদশ শ্রেণি)
“বাণী যেথা ঘানি টানে নিশিদিন”—কথাটির দ্বারা কী বােঝানাে হয়েছে?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার উদ্ধৃতাংশটির দ্বারা মানুষের মুক্ত কণ্ঠকে রুদ্ধ করে রাখার চেষ্টাকে বােঝানাে হয়েছে।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি কাদের শৌখিন পূজারী বলেছেন?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি সখের স্বাধীনতা সংগ্রামীদের শৌখিন পূজারী বলেছেন।
“পূজারী, কাহারে দাও অঞ্জলি?” কবির এই প্রশ্নের কারণ কী?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার উদ্ধৃতাংশে কবির এই প্রশ্নের মূলে রয়েছে মুক্ত স্বদেশকে দেখতে না পাওয়া।
“অত্যাচারিত হইয়া যেখানে / বলিতে পারি না অত্যাচার”—এই বলতে না পারার কারণ কী?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার উদ্ধৃতাংশে অত্যাচারিত হয়েও কিছু বলতে না পারার কারণ হল প্রবল বিরুদ্ধ শক্তিশালীর সামনে অসহায়তা।
“বাণীর মুক্ত শতদল যথা / আখ্যা লভিল বিদ্রোহী”–এর অর্থ কী?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার উদ্ধৃতাংশের অর্থ হল কেউ স্বাধীনভাবে কথা বললে রাষ্ট্রশক্তি তাকে ‘বিদ্রোহী’ ঘােষণা করে।
“তবে কি বিধির বেতার-মন্ত্র /বেজেছে বাণীর সেতারে আজ,”- এই ‘বিধির বেতার-মন্ত্র’ কী?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার উদ্ধৃতাংশে ‘বিধির বেতার-মন্ত্র’ হল স্বাধীনতার বার্তা।
‘দ্বীপান্তর’ বলতে কোন্ জায়গার কথা বলা হয়েছে?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতায় দ্বীপান্তর বলতে আন্দামানের কথা বলা হয়েছে।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় মার কতদিন দ্বীপান্তর ঘটেছে বলা হয়েছে?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতা অনুযায়ী দেশ মায়ের দেড়শত বছর দ্বীপান্তর ঘটেছে।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় ‘পুণ্যবেদীর শূন্যে কী ধ্বনিত হচ্ছে?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় কবি অনুভব করেছেন পুণ্যবেদীর শূন্যে পরাধীন ভারতবাসীর ক্রন্দন ধ্বনিত হচ্ছে।
‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় ‘রূপের কমল’ কীভাবে স্নান হয়েছে?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতা অনুযায়ী রূপের কমল রুপাের কাঠির স্পর্শে বা আঘাতে ম্লান হয়েছে।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় অস্ত্রের আঘাতে কী হয়েছে?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতায় অস্ত্রের আঘাতে শতদল বা পদ্মের পাপড়িগুলি শত খণ্ডে ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে।
‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় কোথা থেকে ‘মুক্ত-বন্ধ সুর’ উঠে আসে?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতায় ছিন্ন বীণা ও তারহীন সেতার থেকে মুক্ত বন্ধ সুর উঠে আসে।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় ‘রক্ষ-পুর’ ধ্বংস হলে কী কী ঘটবে?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতায় রক্ষপুর ধ্বংস হলে যক্ষপুরীর রৌপ্য রঙে রূপ কমল ফুটবে ও কামান গােলার সীসাস্তূপে বাণীর শিশ মহল উঠবে।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় ‘বাণীর শিশ-মহল’ বলতে কী বােঝানাে হয়েছে?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী কবিতায় বাণীর শিশমহল বলতে ক্ষণস্থায়ী অথচ গম্ভীর অব্যক্ত প্রতিবাদ বােঝানাে হয়েছে।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় ‘রক্ত সোঁদাল’ কথার অর্থ কী?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতায় ‘রক্ত সোঁদাল’ কথার অর্থ হল রক্তে সিক্ত বা রক্তে ভেজা।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় জীবন চুয়ানাে ঘানি থেকে কবি তেল আনতে বলেছেন কেন?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী কবিতায় জীবন চুয়ানাে ঘানি থেকে কবি তেল আনতে বলেছেন শক্তিদেবীর আরতি করবার জন্য।
“জীবন-চুয়ানাে সেই ঘানি”র তাৎপর্য কী?
“জীবন-চুয়ানাে সেই ঘানি”র অর্থ হল দেশের জন্য আত্মত্যাগের ইতিহাস
‘শৌখিন পূজারী’ কী করছে?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতায় শৌখিন পূজারি দেবীর অনুপস্থিতিতেও বৃথা দেবীর শঙ্খে ফু দিচ্ছে ও অঞ্জলি দিচ্ছে।
কবি পূজারির কাছে কার সন্ধান করেছেন?
কবি পূজারির কাছে ‘মুক্ত ভারতী’ অর্থাৎ স্বাধীন দেশের সন্ধান করেছেন।
‘ন্যায়ের শাসক’ বলতে কবি কাদের বুঝিয়েছেন?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী কবিতায় ন্যায়ের শাসক বলতে কবি বিদ্রুপার্থে ইংরেজ শাসনব্যবস্থাকে বুঝিয়েছেন।
কবি ভারতের বন্দি দশাকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় কবি ভারতের বন্দি দশাকে পৌরাণিক চরিত্র সীতার লঙ্কায় বন্দি দশার সঙ্গে তুলনা করেছেন।
কারা বিদ্রোহী আখ্যা লাভ করল?
কাজি নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় দেশের সাহসী মানুষ যারা মুক্ত কণ্ঠে প্রতিবাদ করে উঠল তারা বিদ্রোহী আখ্যা লাভ করল।
কারা সিংহকে খাঁচায় রাখে?
ইংরেজ প্রশাসন তাদের বিরুদ্ধে সিংহ বিক্ৰমে লড়তে থাকা স্বাধীনতা সংগ্রামীদের খাঁচায় অর্থাৎ কারাগারে বন্দি করে রাখে।
বাঘকে কীসের আঘাত করা হয়?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় বাঘকে অগ্নিশেলের আঘাত করা হয়।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় বাঘ ও সিংহের প্রতীকে কবি কাদের বােঝাতে চেয়েছেন?
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় বাঘ ও সিংহের প্রতীকে কবি অসমসাহসী স্বাধীনতা সংগ্রামীদের বােঝাতে চেয়েছেন।
কবি কেন ঢাক ও পাঞ্চজন্য শাঁখ বাজাতে বলেছেন?
কাজি নজরুল ইসলাম রচিত ‘দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি মনে করেন দ্বীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাক লেগেছে, তাই কবি ঢাক ও পাঞ্জন্য শাঁখ বাজাতে বলেছেন।
যুগান্তরের ঘূর্ণিপাকে কী হবে বলে কবি মনে করেন?
যুগান্তরের ঘূর্ণিপাকে দেশের বর্তমান পরাধীনতার বিনাশ হয়ে নতুন যুগের সূচনা হবে বলে কবি মনে করেন।
ভারত-ভারতী বলতে কবি কাকে বুঝিয়েছেন?
‘ভারত-ভারতী’ বলতে কবি দেশমা-কে বুঝিয়েছেন।
ভারত-ভারতী-কে কবি কোথায় দেখেছেন?
ভারত-ভারতী-কে কবি দ্বীপান্তরে দেখেছেন।
পুণ্যবেদীর শূন্য বলতে কী বােঝানাে হয়েছে?
পুণ্যবেদীর শূন্য বলতে স্বদেশভূমিকে বােঝানাে হয়েছে।
‘সপ্তসিন্ধু তের নদী পারে’ কবি কী দেখেছেন?
সপ্তসিন্ধু তের নদী পারে কবি দ্বীপান্তরের আন্দামানকে দেখেছেন।
“শতদল যেথা শতধা ভিন্ন”- এই ‘শতদল’ কী?
এই ‘শতদল’ হল স্বাধীনতার বাসনা।
যক্ষপুরী বলতে ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় কাকে বােঝানাে হয়েছে?
যক্ষপুরী কথাটির দ্বারা ব্রিটিশ শাসনব্যবস্থাকে বােঝানাে হয়েছে।
‘বাণীর শিশ-মহল’-কে কবি কোথায় দেখতে চেয়েছেন?
ব্রিটিশ শাসকদের কামান-গােলায় কবি ‘বাণী শিশ-মহল’-কে দেখতে চেয়েছেন।
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় আন্দামানে কবি কাকে ঘানি টানতে দেখেছেন?
‘বাণী’ অর্থাৎ স্বাধীনতার কণ্ঠস্বরকে ঘানি টানতে দেখেছেন।
ইংরেজ শাসনে আইনের প্রয়ােগ কেমন ছিল?
আইনের প্রয়ােগ ঘটিয়ে সত্যভাষীদের বন্দি করা হত।
বাণী অর্থাৎ স্বাধীনতার দাবিকে কীভাবে কবি লক্ষ করেছিলেন?
বন্দিনী সীতার মতাে স্বাধীনতার দাবিকে দেখেছিলেন কবি।
স্বাধীনতার উচ্চারণ যারা করে তারা ইংরেজ শাসনে কী আখ্যা পেত?
বিদ্রোহী আখ্যা পেত।
পূজারির সঙ্গে কী থাকার কথা কবি জানতে চেয়েছেন?
দেশ-মাকে বন্দনার জন্য বাণী-উপচার সঙ্গে আছে কি না কবি জানতে চেয়েছেন।
দেশ মার পূজার উপচার কী হতে পারে বলে কবি মনে করেছেন?
দেশের জন্য বিপ্লবীদের ত্যাগ-তিতিক্ষা এবং আত্মদানই দেশ মার পূজার উপচার বলে কবি মনে করেছেন।
বাণীর সেতারে কীসের বাজনা কবি শুনতে চেয়েছিলেন?
বিধির বেতার মন্ত্র কবি শুনতে চেয়েছিলেন।
কবি কাকে পদ্মে অধিষ্ঠিত হতে দেখেছেন?
যুগান্তরের ধর্মরাজকে।
ধর্মরাজ কীসের বার্তা বহন করে এনেছেন?
ধর্মরাজ যুগান্তরের বার্তা বহন করে এনেছেন।
ধর্মরাজের আবাহনে কবি কী বাজাতে বলেছেন?
পাঞ্চজন্য শাঁখ বাজাতে বলেছেন।
দ্বীপান্তরের আন্দামান কথাটি কোন্ অর্থে ব্যবহার করা হয়েছে?
স্বাধীনতা সংগ্রামীদের নির্বাসন এবং ইংরেজ শাসকদের দমনপীড়ন-এর প্রতীক হিসেবে ‘দ্বীপান্তরের আন্দামান’ কথাটি ব্যবহৃত হয়েছে।
“বন্দী সত্য ভানিছে ধান”- কথাটির অর্থ কী?
ইংরেজ শাসনে যে সত্য মূল্যহীন এবং সত্যের পথে থাকলে অত্যাচারিত এমনকি কারারুদ্ধও হতে হয়, উদ্ধৃত অংশে সেকথাই বলতে চাওয়া হয়েছে।
“আরতির তেল এনেছ কি?”- আরতির তেল কোথা থেকে আনার কথা বলা হয়ছে?
জীবন চুয়ানো ঘানি অর্থাৎ দেশের মানুষের আত্মনিবেদন ও সংগ্রামের যে ইতিহাস সেখান থেকেই আরতির তেল অর্থাৎ প্রেরণা নেওয়ার কথা বলা হয়েছে।
“পদ্মে রেখেছে চরণপদ্ম”- কথাটি আসলে কী?
“পদ্মে রেখেছে পরণপদ্ম” কথাটিতে যুগান্তরের ধর্মরাজের আগমন বা ব্রিটিশ শাসনের অবসানের দিকে ইঙ্গিত করা হয়েছে।
“বাণী যেথা ঘানি টানে নিশিদিন”- কোথায় কেন বাণী ঘানি টানছে?
পরাধীন ভারতে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনে ‘বাণী’ অর্থাৎ স্বাধীনতার কণ্ঠস্বরকে ঘানি টানতে হচ্ছে।
“সত্য বলিলে বন্দী হই।”- কবির এমন উক্তির কারণ কী?
ইংরেজ শাসনে সত্য বললে অর্থাৎ স্বাধীনতার পক্ষে এবং সাম্রাজ্যবাদী অত্যাচারের বিরুদ্ধে কথা বললেই বন্দি হতে হয় বলে কবি এমন মন্তব্য করেছেন।
“হােমানল হতে”- এখানে কোন্ হােমানলের কথা বলা হয়েছে?
হােমানল বলতে এখানে স্বাধীনতার পক্ষে এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগ্রামকে বােঝানাে হয়েছে।
“কিসের তরে এ শঙ্খরাব?”— এ কথা বলার কারণ কী?
স্বাধীনতার জন্য দেশবাসীর যে উন্মুখ হয়ে থাকা এবং তাকে আবাহনের আকাঙ্খা তাকেই বােঝানাের জন্য মন্তব্যটি করা হয়েছে।
“মুক্ত ভারতী ভারতে কই?”- ভারতী কাকে বলা হয়েছে?
ভারতী বলতে স্বদেশ ভারতকে বােঝানাে হয়েছে।
“যন্ত্রী যেখানে সান্ত্রী বসায়ে/বীণার তন্ত্রী কাটিছে হায়”- এখানে যন্ত্রী এবং সান্ত্রী বলতে কী বােঝানাে হয়েছে?
‘যন্ত্ৰী’ বলতে ইংরেজ শাসক এবং ‘সান্ত্রী’ বলতে তার পুলিশ প্রশাসনকে বােঝানাে হয়েছে।
“মুক্ত কি আজ বন্দিনী বাণী?”- ‘বন্দিনী বাণী’ বলতে কীসের কথা বলা হয়েছে?
বন্দিনী বাণী বলতে স্বাধীনতার জন্য সংগ্রামরত মানুষদের কারারুদ্ধ করে রাখার ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে।
“ক্রন্দন উঠিতেছে শুধু”- এই ক্রন্দন-এর কারণ কী?
সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির অত্যাচার এবং স্বাধীনতার জন্য মানুষের আর্তিকে ক্রন্দন শব্দটির দ্বারা বােঝানাে হয়েছে।
“সত্য বলিলে বন্দী হই”—কোন্ অবস্থার পরিপ্রেক্ষিতে বক্তা এই মন্তব্য করেছেন?
আইনের দোহাই দিয়ে যেভাবে দেশবাসীকে স্বাধীনতার কথা বললেই কারারুদ্ধ করা এবং নির্বাসনে পাঠানাে হচ্ছিল সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য।
Leave a comment