দ্বিপ্রতিস্থাপন :  যে বিক্রিয়ায় দুটি যৌগ তাদের পরস্পরের মধ্যে পরমাণু বা মুলক বিনিময় করার মাধ্যমে দুটি ভিন্ন নতুন যৌগ উৎপন্ন করে তাকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে।

যেমন:

ZnSO₄+Cu(NO₃)₂ —-> Zn(NO₃)₂ + CuSO₄

বিক্রিয়ায় জিংক সালফেট(ZnSO₄) ও কপার নাইট্রেট[Cu(NO₃)₂] বিক্রিয়া করে জিংক নাইট্রেট{Zn(NO₃)₂} ও কপার সালফেট(CuSO₄) উৎপন্ন করে। এখানে জিংক, কপার কে প্রতিস্থাপন করেছে।

দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া। কারণ বিক্রিয়াটিতে ইলেকট্রনের কোন আদান-প্রদান হয়নি। বিক্রিয়ক ও উৎপাদে জিংকের জারণ সংখ্যা +2,  বিক্রিয়ক ও উৎপাদে সালফেট যৌগমূলকের জারণ সংখ্যা -2,  বিক্রিয়ক ও উৎপাদে কপারের জারণ সংখ্যা +2, বিক্রিয়ক ও উৎপাদে নাইট্রেট যৌগমূলকের জারণ সংখ্যা -1.