প্রাচীন ভারতের দুজন বিজ্ঞানীর নাম লেখাে।
প্রাচীন ভারতের দুজন বিজ্ঞানী হলেন আর্যভট্ট এবং বরাহমিহির।
আর্যভট্টের লেখা আর্যভট্টীয় গ্রন্থের বিষয়বস্তু লেখো।
আর্যভট্টের লেখা ‘আর্যভট্টীয়’ গ্রন্থে গাণিতিক সূত্রের সাহায্যে গ্রহনক্ষত্রের অবস্থান ও আবর্তন বর্ণিত হয়। এই গ্রন্থে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও ত্রিকোণমিতির ওপরও আলােচনা করা হয়।
বৈজ্ঞানিক বিপ্লব’ কী?
ষালাে ও সতেরাে শতক জুড়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক ও অভাবনীয় অগ্রগতি ঘটে। বৈজ্ঞানিক অগ্রগতির প্রভাবে কৃষিকার্য, শিল্পোৎপাদন, সামরিক ব্যবস্থা, মুদ্রণ ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দারুণ উৎকর্ষ লক্ষ করা যায়। বিজ্ঞানের এই অগ্রগতিকে ঐতিহাসিকগণ ‘বৈজ্ঞানিক বিপ্লব বলেছেন।
অপরসায়নবিদ্যা কী?
প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে ইউরােপে যুক্তি ও আধুনিক বিজ্ঞান-নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা জনপ্রিয়তা অর্জন করেছিল তা অপরসায়নবিদ্যা বা অ্যালকেমি’ নামে পরিচিত।
অ্যালকেমি বলতে কী বােঝ?
প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে ইউরােপে যুক্তি ও আধুনিক বিজ্ঞান-নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা জনপ্রিয়তা অর্জন করেছিল তা অপরসায়নবিদ্যা বা অ্যালকেমি’ নামে পরিচিত।
অপরসায়ন শব্দের উৎপত্তি কীভাবে ঘটে?
প্রাচীন মিশরীয় শব্দ খেম’ শব্দটি থেকে গ্রিক ‘খেমিয়া শব্দটির উৎপত্তি হয়েছে। খ্রিস্টীয় সপ্তম শতকে আরবরা মিশর দখল করার পর আরবদের দ্বারা এই শব্দটিই আল-কিমিয়ায় পরিণত হয়। আরবি ‘আল-কিমিয়া শব্দটি থেকে ইংরেজি Alchemy শব্দের উৎপত্তি, যার বাংলা হল অপরসায়ন।
অপরসায়নবিদ্যার গুরুত্ব লেখাে।
অপরসায়নবিদ্যার সংস্কার করেই তা থেকে আধুনিক রসায়নের উৎপত্তি ঘটে। অপরসায়নবিদরাই সর্বপ্রথম বারুদ, ধাতুবিদ্যা-সংক্রান্ত বিভিন্ন কৌশল প্রভৃতি আবিষ্কার করেন। অপরসায়নবিদ প্যারাসেলসাস দস্তা নামে ধাতব মৌলের আবিষ্কার করেন।
ইতিহাস চেতনা (History-11 Short Q&A)
রাজনীতির বিবর্তন—শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা (History-11 Short Q&A)
রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান (History-11 Short Q&A)
অর্থনীতির বিভিন্ন দিক (History-11 Short Q&A)
সামাজিক ঘটনাস্রোত (History-11 Short Q&A)
অপরসায়ন চর্চা কীভাবে গ্রিস থেকে ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়ে ?
গ্রিকরা মিশরীয়দের সংস্পর্শে আসার পর অপরসায়নচর্চা শুরু হয়। খ্রিস্টীয় সপ্তম শতকে আরবরা মিশর দখল করার পর মিশর থেকে অপরসায়নবিদ্যার চর্চা আরবে ছড়িয়ে পড়ে। খ্রিস্টীয় অষ্টম শতকে এই চর্চা আরবরা স্পেনে নিয়ে আসে এবং সেখান থেকে তা পরবর্তীকালে ইউরােপের সর্বত্র ছড়িয়ে পড়ে।
ব্রহ্নসিদ্ধান্ত কার লেখা?
ব্রহ্নসিদ্ধান্ত গ্রন্থটি গুপ্তযুগের বিজ্ঞানী ব্ৰত্মগুপ্তের লেখা।
অপরসায়ন চর্চার দ্বারা কোন্ ধাতু তৈরির চেষ্টা করা হয়?
অপরসায়ন চর্চার দ্বারা বিভিন্ন মূল্যবান ধাতু, বিশেষ করে সােনা তৈরির চেষ্টা করা হয়।
ইউরােপের কয়েকজন উল্লেখযােগ্য অপরসায়নবিদের নাম লেখাে।
ইউরােপের কয়েকজন উল্লেখযােগ্য অপরসায়নবিদ ছিলেন মহম্মদ উমেইল আল তামিমি, বেঞ্জামিন মুসাফিয়া, হারমেস ট্রিসমেজিসটাস, কর্নেলিয়াস অ্যাগ্রিপ্পা, প্যারাসেলসাস, আলবার্ট ম্যাগনাস প্রমুখ।
প্রথমদিকের কয়েকজন আধুনিক রসায়নবিদের নাম লেখাে।
প্রথমদিকের কয়েকজন আধুনিক রসায়নবিদ ছিলেন চার্লস বয়েল, হুক, মেয়াে প্রমুখ।
কোন্ বিষয়কে ‘আধুনিক বিজ্ঞানের বীক্ষণাগার বলা হয়?
অপরসায়নিবদ্যাকে আধুনিক বিজ্ঞানের বীক্ষণাগার’ বলা হয়।
রসায়নশিল্পের কয়েকটি সুফল লেখাে।
সােরা, ফটকিরি, আয়রন সালফেট, সালফিউরিক অ্যাসিড, সােডা প্রভৃতি দ্রব্যের চাহিদা মেট। রাসায়নিক উপাদান ব্যবহার করে বিভিন্ন ভেষজ ঔষধপত্র প্রস্তুত হতে এবং বিভিন্ন রােগের চিকিৎসায় এই সময় রাসায়নিক পদার্থের ব্যবহার শুরু হয়।
প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান চর্চা কীরূপ ছিল?
প্রাচীন ভারতে আর্যভট্ট তাঁর সূর্যসিদ্ধান্ত গ্রন্থে বলেন যে, পৃথিবী গােলাকার এবং সে সর্বদা সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। বরাহমিহিরের বৃহৎসংহিতায় সূর্য, চন্দ্র, পৃথিবী ও অন্যান্য গ্রহনক্ষত্রের অবস্থান সম্পর্কে আলােচনা রয়েছে। এ ছাড়া এযুগে জ্যোতির্বিজ্ঞানী ব্রহমগুপ্ত তাঁর ব্রহ্মস্কুট সিদ্ধান্ত গ্রন্থে বিভিন্ন গ্রহের অবস্থান, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণেরকারণ প্রভৃতি আলােচনা করেন।
আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তিনি কোন্ দেশের মানুষ ছিলেন?
নকোলাস কোপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। কোপারনিকাস পােল্যান্ডের মানুষ ছিলেন।
কোপারনিকাসের মতবাদ কী ছিল?
কোপারনিকাস বলেন বিশ্বব্রম্মান্ডের কেন্দ্রে অবস্থান করছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীতে ও অন্যান্য গ্রহ- উপগ্রহগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। তিনি বলেন যে, শুক্র ও মঙ্গল গ্রহের কক্ষপথের মধ্যবর্তী স্থানে। অবস্থান করছে পৃথিবীর কক্ষপথ।
জ্যোতির্বিদ্যা বিষয়ে জিওরদানে ব্রুনাের কী মত ছিল?
জিওরদানাে ব্রুনাে প্রচার করেন যে, মহাবিশ্ব সম্পূর্ণ সুষম ও অসীম নয়। তিনি অনন্ত সংখ্যক মহাবিশ্ব থাকার সম্ভাবনা ব্যক্ত করেন। তিনি বলেন যে, পৃথিবী সৌরজগতের কেন্দ্রে অবস্থিত নয়, আবার মহাবিশ্বের সংখ্যাও একটি মাত্র নয়।
জ্যোতির্বিদ্যা সংক্রান্ত টাইকো ব্রাহের মত কী ছিল?
টাইকো ব্রাহে বলেন বিশ্বব্রয়াণ্ডের কেন্দ্রে সূর্য নয়, পৃথিবী অবস্থান করছে। পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে অনবরত ঘুরে চলেছে। সূর্য-সহ অন্যান্য ঘূর্ণায়মান গ্রহগুলি আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চলেছে।
সৌরজগৎ-সংক্রান্ত গ্যালিলিয়াের মতবাদ কী ছিল?
গালিলিও বলেন যে, বিশ্বব্রহ্যান্ডের কেন্দ্রে সূর্য নয়, পৃথিবী অবস্থান করছে। পৃথিবী-সহ অন্যান্য গ্রহ-উপগ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তিনি গতিবিদ্যা ও বলবিদ্যার সাহায্যে তার বক্তব্যের সত্যতা প্রমাণ করেন।
জ্যোতির্বিদ্যা বিষয়ক কেপলারের মত কী ছিল?
জোহানেস কেপলার প্রমাণ করেন যে, সূর্যকে ফোকাস দূরত্বে রেখে মঙ্গল গ্রহটি একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে। তিনি প্রমাণ করেন যে, পৃথিবী-সহ অন্যান্য প্রহপুলিও সূর্যের চারদিকে উপবৃত্তাকার বা ডিম্বাকার কক্ষপথ ধরে ঘুরছে।
ইউরােপের আধুনিক জ্যোতির্বিজ্ঞান চর্চার তিনটি ফলাফল লেখাে।
জ্যোতির্বিজ্ঞান চর্চায় ইউরােপবাসী কুসংস্কার মুক্ত হয় এবং তাদের চিন্তাজগতে আমূল পরিবর্তন ঘটে। জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতি বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কিত পুরাতন ধারণাকে নস্যাৎ করে দেয়। ইউরােপের সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের প্রসার ঘটে।
প্রাচীন ভারতের কোন্ বিজ্ঞানী আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের কারণও আবিষ্কার করেন?
প্রাচীন ভারতের বিজ্ঞানী আর্যভট্ট আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের কারণও আবিষ্কার করেন।
বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সম্পর্কে কোন বিজ্ঞানীগণ আধুনিক ধারণা দেন?
বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সম্পর্কে আধুনিক ধারণা দেন। নিকোলাস কোপারনিকাস, জিওরদানাে ব্রণে, জোহানেস কেপলার, গ্যালিলিয়াে গ্যালিলি, টাইকো ব্রাহে, স্যার আইজ্যাক নিউটন প্রমুখ বিজ্ঞানী।
কোপারনিকাসের বিপ্লব’ বলতে কী বােঝায়?
কোপারনিকাসের মতবাদকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সংক্রান্ত আধুনিক ধারণা ‘কোপারনিকাসের বিপ্লব’ নামে পরিচিত।
কবে কীভাবে জিওরদানাে ব্রুনাের মৃত্যু হয়?
রােমান ইনকুইজিশন আদালতে বিচারের পর চার্চের লােকজন জিওরদানাে ব্রুনােকে ১৬०० খ্রিস্টাব্দে আগুনে পুড়িয়ে হত্যা করে।
টাইকো ব্রাহে কার সহায়তায় কোথায় তার আধুনিক বিজ্ঞান প্রতিষ্ঠান গড়ে তােলেন?
টাইকো ব্রাহে ডেনমার্কের রাজা দ্বিতীয় ফ্রেডারিকের সহায়তায় ভেন নামক দ্বীপে উরানিবর্গ নামে তার আধুনিক বিজ্ঞান প্রতিষ্ঠান গড়ে তােলেন।
বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সম্পর্কে টাইকো ব্রাহের কীরূপ ধারণা ছিল?
টাইকো ব্রাহে মনে করতেন যে, পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে অনবরত ঘুরে চলেছে এবং সূর্য-সহ অন্যান্য ঘূর্ণায়মান গ্রহগুলি আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চলেছে।
মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বােঝ?
আধুনিককালে কোপারনিকাস, ব্রুনাে, গ্যালিলিয়াে, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানী অভিমত দেন যে, বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ-উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। এই তত্ত্ব মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব নামে পরিচিত।
কে প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী-সহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে উপবৃত্তাকার বা ডিম্বাকার পথে ঘুরছে?
কেপলার প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী-সহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে উপবৃত্তাকার বা ডিম্বাকার পথে ঘুরছে।
কেপলারীয় দূরবিন কী?
কেপলার প্রতিসরণ দূরবিনের একটি উন্নত সংস্করণ তৈরি করেন।বর্তমানে এটি কেপলারীয় দূরবিন’ নামে পরিচিত।
কেপলারের লেখা উল্লেখযােগ্য গ্রন্থগুলির নাম লেখাে।
কেপলারের লেখা উল্লেখযােগ্য গ্রন্থগুলি হল [1] এপিতামে অব কোপারনিকান আস্ট্রোনমি, [2] মুস্তেরিউম কসমােগ্রাফিকুম এবং [3] আস্ত্রনমিয়া নােভা।
Two New Sciences’ গ্রন্থটির রচয়িতা কে?
“Two New Sciences’ গ্রন্থটির রচয়িতা হলেন ইটালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিয়াে গ্যালিলি।
কবে, কোথায় ধাতুবিগলন প্রযুক্তির আবিষ্কার হয়?
১৩৪০ খ্রিস্টাব্দ নাগাদ ইউরােপে ধাতুবিগলন প্রযুক্তির আবিষ্কার হয়।
হামফ্রে ডেভি কোন কোন্ ধাতু আবিষ্কার করেন?
হামফ্রে ডেভি সােডিয়াম, পটাশিয়াম ও ক্যালশিয়াম ধাতু আবিষ্কার করেন।
ম্যাজেন্টা কী? এটি কে কবে আবিষ্কার করেন?
ম্যাজেন্টা হল কৃত্রিম রঞ্জক। এটি বিজ্ঞানী পার্কিন ১৮৫৬ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন।
কোথা থেকে কীভাবে সিফিলিস রােগ ইউরােপে আসে?
আমেরিকা থেকে কলম্বাসের সঙ্গী নাবিকদের মাধ্যমে সিফিলিস রােগ ইউরােপে আসে।
কে, কবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মৌল পৃথক করার পদ্ধতি আবিষ্কার করেন?
বিজ্ঞানী জোসেফ ব্ল্যাক ১৭৫৪ খ্রিস্টাব্দে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মৌল পৃথক করার পদ্ধতি আবিষ্কার করেন।
বাষ্পচালিত রেলইঞ্জিন কে আবিষ্কার করেন এবং কবে?
জর্জ স্টিফেনসন ১৮১৪ খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন।
প্যারাসেলসাস আবিষ্কৃত ধাতুটির নাম কী?
প্যারাসেলসাস আবিষ্কৃত ধাতুটির নাম হল দস্তা।
ধাতু বিগলনবিদ্যার কয়েকটি সুফল লেখাে।
ধাতু বিগলনবিদ্যার অগ্রগতির ফলে পারদ- সংকরায়ণ, জারণ, বিজারণ, পাতন প্রভৃতি রাসায়নিক প্রক্রিয়ার উৎপত্তি ঘটে। তামা ও দস্তার আকরিক ব্যবহারের উপযােগী করে তােলার কৌশল আবিষ্কৃত হয় জার্মানিতে। রাসায়নিক পদ্ধতিতে রুপাের সঙ্গে পারদের সংমিশ্রণ এবং সােনা গলানাের কৌশল আবিষ্কৃত হয়।
আধুনিক বিজ্ঞানে নিউটনের অবদান লেখো।
নিউটন বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন জ্যোতিষ্কের মধ্যে ‘মাধ্যাকর্ষণ বল’ এবং পৃথিবীর নিজস্ব অভিকর্ষ বল’-এর ধারণা দেন। তিনি ‘মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করে বলেন যে, বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করছে। তিনি ‘অভিকর্ষ সূত্র’ আবিষ্কার করে বলেন যে,পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণেই বিভিন্ন বস্তু পৃথিবীর দিকে পতিত হয়।
অনন্ত মহাবিশ্ব ও বহুবিশ্ব নিয়ে গ্রন্থটি কে রচনা করেন?
অনন্ত মহাবিশ্ব ও বহুবিশ্ব নিয়ে গ্রন্থটি রচনা করেন জিওরদানাে ব্রুনাে।
ইউরােপের প্রযুক্তিগত উন্নতির তিনটি কারণ লেখাে।
পঞ্চদশ শতক থেকে বৈজ্ঞানিক জ্ঞানের প্রসার, জনসংখ্যা বৃদ্ধি, কৃষির চাহিদা বৃদ্ধি প্রভৃতির ফলে বৈজ্ঞানিক প্রযুক্তির প্রসার সম্ভব হয়। শিল্পপণ্যের ক্রমবর্ধমান চাহিদা শিল্প প্রযুক্তির অগ্রগতির পথ প্রস্তুত করে। অর্থসম্পদ শিল্পের কাজে বিনিয়ােগ করা হলে শিল্প প্রযুক্তির অগ্রগতি সহজ হয়ে ওঠে।
লিওনার্দো দ্য ভিঞ্চি কোন্ যানের পরিকল্পনা করেছিলেন?
লিওনার্দো দ্য ভিঞ্চি উড়তে সক্ষম এক যন্ত্রের পরিকল্পনা ও মডেল তৈরি করেন যার অনুকরণে বর্তমান কালের উড়ােজাহাজ তৈরি হয়েছে।
কৃষিবিপ্লব কী?
ষােড়শ শতক থেকে ইউরােপের কৃষকের স্বাধীনতা বাড়ে। কৃষিপ্রযুক্তি সে যুগে উন্নতি ঘটে। এর সুফল হিসেবে কৃষিজাত ফসলের উৎপাদন ও বাণিজ্য পণ্যের উৎপাদন বাড়ে এই ঘটনা কৃষিবিপ্লব নামে পরিচিত।
কৃষিবিপ্লবের তিনটি ফলাফল লেখাে।
ষােড়শ শতকে ইউরােপে কৃষিবিপ্লব সংঘটিত হলে তিনটি সামাজিক শ্রেণির উদ্ভব ঘটে। যথা- [1] ভূস্বামী, [2] অবস্থাপন্ন কৃষক এবং [3] স্বাধীন কৃষক। কৃষিবিপ্লবের ফলে ইউরােপে কৃষি জমির গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পায়। কৃষিজ উৎপাদন বাড়লেও তার সুফল কৃষক সমাজ পায়নি।
কারিগরি বিপ্লব কী?
আধুনিক বিজ্ঞানের অগ্রগতির ফলে বিজ্ঞানের নানা শাখায় গবেষণা শুরু হয়। বিজ্ঞানকে কাজে লাগিয়ে ইউরােপে প্রযুক্তিবিদ্যা ও কারিগরি ব্যবস্থায় প্রভূত অগ্রগতি ঘটে। একে কারিগরি বিপ্লব’ বলা হয়।
সামরিক বিপ্লব কী?
পঞ্চদশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে পরবর্তী দুশাে বছরের মধ্যে ইউরোপের সামরিকক্ষেত্রে নতুন ও উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু হয়। নতুন যুদ্ধকৌশল, বারুদ ও অন্যান্য আগ্নেয়াস্ত্রের ব্যবহার, কামান ও বন্দুকের প্রচলন প্রভৃতির ফলে সামরিকক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল। এই ঘটনা সামরিক বিপ্লব’ নামে পরিচিত।
সামরিক বিপ্লবের তিনটি ফলাফল লেখাে।
সামরিক প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে [1] নতুন নতুন মারণাস্ত্র তৈরি হয়। [2] মারগান্ত্রের কার্যকারিতা বগুণ বেড়ে যাওয়ায় যুদ্ধে ধ্বংস ও মৃত্যু আগের তুলনায় অনেকগুণ বাড়ে। [3] উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র তৈরিতে দেশের প্রচুর অর্থ খরচ হয়ে যাওয়ায় দেশের অর্থনীতিতে যথেষ্ট চাপ পড়ে।
শিল্পবিপ্লবের পর ইউরােপে বয়নশিল্পের কীরকম উন্নতি ঘটেছিল?
ত্রয়ােদশ শতকে ইউরােপে সুতােকাটার চরকা আবিষ্কৃত হলে বয়নশিল্পে অগ্রগতি ঘটে। সাধারণ তাঁতি হারগ্রিভস, নাপিত আর্করাইট, গ্রাম্যযাজক কার্টরাইট প্রমুখ বয়ন প্রযুক্তির নব নব উদ্ভাবন ঘটান হারগ্রিভসের স্পিনিং জেনি সুতােকাটার কাজে, আর্করাইটের ওয়াটার ফ্রেম জলশক্তির সহায়তায় সুতােকাটার কাজে এবং কার্টরাইটের আবিষ্কৃত জলশক্তি-চালিত তাঁত বয়নশিল্পের প্রভূত উন্নতি ঘটায়।
প্রযুক্তিগত অগ্রগতির কয়েকটি ফলাফল লেখাে।
প্রযুক্তির অগ্রগতি- [1] ইউরােপে শিল্পবিপ্লবের পটভূমি প্রস্তুত করে। [2] প্রযুক্তিগত উন্নতির পরােক্ষ প্রভাবে মানুষের জীবনে বিলাসিতা বৃদ্ধি পায় এবং [3] ইউরােপের দেশগুলিতে বাণিজ্যিক প্রসার ঘটে।
জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি কীরূপ ছিল?
খ্রিস্টীয় দ্বাদশ শতকে জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কযুক্ত কম্পাসের আবিষ্কার এবং চতুর্দশ শতকে যান্ত্রিক ঘড়ি আবিষ্কারের ঘটনা সমুদ্র যাত্রাকে সহজ করে দেয়। খ্রিস্টীয় ত্রয়ােদশ শতক নাগাদ জাহাজে সর্বপ্রথম হালের ব্যবহার শুরু হলে জলযানের দ্রুত উন্নতি হয়। জাহাজে মাস্তুল, পাল, দড়িদড়া প্রভৃতি ব্যবহারের পলে জাহাজের গতি বৃদ্ধি পায়।
প্রথম কবে কোথায় বারুদের আবিষ্কার হয়?
খ্রিস্টীয় নবম শতকে প্রথম চিনে বারুদের আবিষ্কার হয়।
ওপাস মাজুস গ্রন্থের লেখক কে?
ইংরেজ বিজ্ঞানী রজার বেকন ছিলেন ওপাস মাজুস গ্রন্থের লেখক।
সুতা কাটার যন্ত্র স্পিনিং জেনি কে আবিষ্কার করেন?
হারপ্রিভস ১৭৬৯ খ্রিস্টাব্দে সুতা কাটার যন্ত্র স্পিনিং জেনি আবিষ্কার করেন।
‘ট্রেস ইটালিয়েন’ কী?
ইতালীয় স্থপতি আরবেরতির পরিকল্পনা অনুসারে সর্বপ্রথম ইটালিতে করাতের দাঁতের মতাে অনিয়মিত রেখায় দুর্গ নির্মাণের কৌশল শুরু হয়। এই কৌশল ‘ট্রেস ইটালিয়েন’ নামে পরিচিত।
কারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হাতুড়ি’র ব্যবহার শুরু করে?
ইতালীয় সৈনিকরা যুদ্ধক্ষেত্রে ‘যুদ্ধ হাতুড়ি র ব্যবহার শুরু করে।
ইউরােপে উৎপাদন প্রযুক্তির উন্নতির দুটি উদাহরণ দাও।
ইউরােপে উৎপাদন প্রযুক্তির উন্নতির দুটি উদাহরণ। হল- [1] হাওয়া কলের ব্যবহার ও [2] জলচাকার মাধ্যমে জলশক্তির ব্যবহার ।
শারীরসংখ্যান বিদ্যার অগ্রগতির সঙ্গে যুক্ত দুজন ব্যক্তির নাম লেখাে।
শারীরসংস্থান বিদ্যার অগ্রগতির সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি ছিলেন ইটালির লিওনার্দো দ্য ভিঞ্চি এবং বেলজিয়ামের আঁদ্রিয়া ভেসালিউস।
লিগেচার পদ্ধতি কী? এটি কে আবিষ্কার করেন?
লিগেচার পদ্ধতি হল রক্তপাত বন্ধ করার একটি কৌশল। এই পদ্ধতিটি আবিষ্কার করেন ফ্রান্সের চিকিৎসক আমব্রোয়াজ পারে।
‘মুদ্রণ বিপ্লব’ কী?
ইউরােপে যান্ত্রিক মুদ্রণ কৌশল ছড়িয়ে পড়লে পঞ্চদশ শতকের পরবর্তীকালে বইপত্রের চাহিদা ও ছাপার পরিমাণ উভয়ই অত্যন্ত বৃদ্ধি পায়। এই ঘটনা ‘মুদ্রণ বিপ্লব’ নামে পরিচিত।
আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কার কে করেন?
জোহানেস গুটেনবার্গ আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কার করেন।
গুটেনবার্গের মুদ্রণযন্ত্রে মুদ্রিত প্রথম পূর্ণাঙ্গ বই কোন্টি?
গুটেনবার্গের মুদ্রণযন্ত্রে মুদ্রিত প্রথম পূর্ণাঙ্গ বইটি হল লাতিন ভাষায় মুদ্রিত বাইবেল যা গুটেনবার্গ বাইবেল বা ৪২ লাইনের বাইবেল নামেও পরিচিত।
মুদ্রণ বিপ্লবের কয়েকটি ফলাফল লেখাে ?
মুদ্রণ বিপ্লবের ফলে কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানসম্মত যুক্তি তথ্য পুঁথিতে স্থান পায়। তাছাড়া মুদ্রণযন্ত্রের মাধ্যমে ছাপার কাজ শুরু হলে ত্রুটিবিচ্যুতি ঘটে। বই ছাপার খরচ কমে যাওয়ায় বই এর দাম সস্তা হয়।
চিনদেশে মুদ্রণশিল্পের দুটি গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করাে।
চিনদেশে মুদ্রণশিল্পের দুটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল [i] কাঠে খােদাই করা ব্লকের দ্বারা মুদ্রণ-পদ্ধতির উদ্ভাবন, [i] মুদ্রপের প্রয়ােজনীয় কাগজের আবিষ্কার।
সর্বপ্রথম কবে কোথায় যান্ত্রিক মুদ্রণ পদ্ধতি আবিষ্কৃত হয়?
সর্বপ্রথম ৫৯৩ খ্রিস্টাব্দে চিনদেশে যান্ত্রিক মুদ্রণ পদ্ধতি আবিষ্কৃত হয়।
জাইলােগ্রাফি পদ্ধতি কী?
খ্রিস্টীয় অষ্টম শতকে চিনদেশে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণের পদ্ধতি ‘জাইলােগ্রাফি’ নামে পরিচিত।
কে, কবে সর্বপ্রথম মুদ্রিত মানচিত্র প্রকাশ করেন?
চিনের লিউ চিং ১১৫৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুদ্রিত মানচিত্র প্রকাশ করেন।
কে, কবে কোথায় পুনরায় ব্যবহারযােগ্য পৃথক পৃথক টাইপের আবিষ্কার করেন?
বি শেঙ ১০৪০-৪১ খ্রিস্টাব্দে চিনে পুনরায় ব্যবহারযােগ্য পৃথক পৃথক টাইপের আবিষ্কার করেন।
পার্চমেন্ট কী?
পার্চমেন্ট হল পাতলা এক ধরনের পশুর চামড়া যা কাগজ আবিষ্কারের পূর্বে বই ছাপার কাজে ব্যবহার করা হত।
কবে, কোথায় কাগজ তৈরির কৌশল আবিষ্কৃত হয়?
খ্রিস্টীয় দ্বিতীয় শতকে চিনদেশে কাগজ তৈরির কৌশল আবিষ্কৃত হয়।
আরবরা কীভাবে কাগজ তৈরির কৌশল শেখে?
তালাসের যুদ্ধে (৭৫১ খ্রি.) পরাজিত চিনের বেশ কয়েকজন সুদক্ষ কাগজ প্রস্তুতকারক আরবদের হাতে বন্দি হয়। এই বন্দি কারিগরদের কাছ থেকে আরবরা কাগজ তৈরির কৌশল শেখে।
ইউরােপের মধ্যে কোথায় কবে সর্বপ্রথম কাগজের কল স্থাপিত হয়?
ইউরােপের মধ্যে ইটালির বােলােগনা শহরে ১২৯৩ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কাগজের কল স্থাপিত হয়।
কবে, কাদের মধ্যে তালাসের যুদ্ধ অনুষ্ঠিত হয়?
৭৫১ খ্রিস্টাব্দে চিন ও আরবের মধ্যে তালাসের যুদ্ধ অনুষ্ঠিত হয়।
পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কী বােঝাত?
‘নতুন বিশ্ব বলতে বর্তমানকালের আমেরিকা মহাদেশকে বােঝাত। স্পেনের অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দে বর্তমানকালের আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। ১৫০৩ খ্রিস্টাব্দে আমেরিগাে ভেসপুচি কলম্বাস আবিষ্কৃত নতুন মহাদেশের নামকরণ করেন নতুন বিশ্ব’।
পঞ্চদশ শতকে ভৌগােলিক আবিষ্কারের কয়েকটি ফলাফল লেখাে।
ভৌগােলিক আবিষ্কারের ফলে আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সােনা ও রুপা ইউরােপে আমদানি হতে থাকলে ইউরােপের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। ভৌগােলিক আবিষ্কারের ফলে নতুন নতুন বাণিজ্য পথের সন্ধান মেলে। ভৌগােলিক আবিষ্কার ও পৃথিবীব্যাপী ইউরােপেীয় বাণিজ্যের ফলে ইউরোপের বাজারে আসে অজস্র নতুন পণ্য।
কারা প্রথম ইউরােপ তথা বিশ্বের নির্ভরযােগ্য মানচিত্র তৈরি করেন?
জাও-দ্যবারােস, ফান্-দেন বুক, পীরিদ্যরইস, ম্যাগেলান প্রমুখ প্রথম ইউরােপ তথা বিশ্বের নির্ভরযােগ্য মানচিত্র তৈরি করেন।
নদীপথে লকগেট তৈরির প্রযুক্তি কবে আবিষ্কৃত হয়?
চতুর্দশ শতকে নদীপথে লকগেট তৈরির প্রযুক্তি আবিষ্কৃত হয়।
সপ্তম হেনরির আমলে কোন্ দুটি বিখ্যাত জাহাজ নির্মিত হয়?
সপ্তম হেনরির আমলে রিজেন্ট ও সভরেন নামক দুটি বিখ্যাত জাহাজ নির্মিত হয়।
নাবিক হেনরি কে ছিলেন?
‘নাবিক হেনরি’ ছিলেন পাের্তুগিজ নাবিক প্রিন্স হেনরি বা রাজকুমার হেনরি। তার আসল নাম ছিল ইনফ্যান্টি। হেনরি। তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে অভিযান চালান।
পঞ্চদশ শতকের পর ইউরােপের কোন্ দুটি দেশ নৌ অভিযানে সর্বাধিক সাফল্য দেখায়?
পঞ্চদশ শতকের পর ইউরােপের পাে্তুগাল ও স্পেন নৌ-অভিযানে সর্বাধিক সাফল্য দেখায়।
স্পেনের কারা ভৌগােলিক অভিযানে নাবিকদের যথেষ্ট পৃষ্ঠপােষকতা করেন?
স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানি ইসাবেলা ভৌগােলিক অভিযানে নাবিকদের যথেষ্ট পৃষ্ঠপােষকতা করেন।
কবে কাদের মধ্যে টরডিসিল্লাস-এর চুক্তি স্বাক্ষরিত হয়?
১৪৯৪ খ্রিস্টাব্দে স্পেন ও পাের্তুগালের মধ্যে টরডিসিল্লাস-এর চুক্তি স্বাক্ষরিত হয়।
উরডিসিল্লাস-এর চুক্তির দ্বারা কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
টরডিসিল্লাস-এর চুক্তির দ্বারা আটলান্টিক মহাসাগরের পশ্চিমদিকে স্পেনের এবং পূর্বদিকে পাের্তুগালের নৌ-অভিযানের এলাকা বলে চিহ্নিত হয়।
পার্তুগালের কয়েকজন সামুদ্রিক অভিযাত্রীর নাম লেখাে।
পাের্তুগালের কয়েকজন সামুদ্রিক অভিযাত্রী ছিলেন নাবিক রাজকুমার হেনরি, দিয়ােগাে ক্যাওর, বার্থোলােমিউ দিয়াজ, আলবুকার্ক, ভাস্কো-দা-গামা, কেব্রাল প্রমুখ।
ভারতের কোচিনে পাের্তুগিজ কুঠি স্থাপন করেন কে?
পাের্তুগিজ নাবিক আলফানসাে ডি আলবুকার্ক ভারতের কোচিনে পাের্তুগিজ কুঠি স্থাপন করেন।
কে, কবে কঙ্গো আবিষ্কার করেন?
পাের্তুগিজ নাবিক দিয়ােগাে ক্যাওর ১৪৮২ খ্রিস্টাব্দে আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেন।
কত খ্রিস্টাব্দে, কে ব্রাজিল আবিষ্কার করেন?
১৫০০ খ্রিস্টাব্দে পাের্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রাল ব্রাজিল আবিষ্কার করেন।
কলম্বাস কবে কোথা থেকে সামুদ্রিক অভিযান শুরু করেন?
কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দে (৩রা আগস্ট) স্পেনের পালােস বন্দর থেকে তিনটি জাহাজ-সহ অভিযান শুরু করেন।
কার নাম অনুসারে কবে আমেরিকার নামকরণ হয় ?
আমেরিগাে ভেসপুচির নাম অনুসারে ১৫০৭ খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশের নামকরণ হয়।
বালবােয়া কবে কোন নতুন মহাসাগরের সন্ধান পান? তিনি এর কী নামকরণ করেন?
বালবােয়া ১৫১৩ খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে এক নতুন মহাসাগরের সন্ধান পান। তিনি এর নামকরণ করেন দক্ষিণ সাগর।
ম্যাগেলান কেন বিখ্যাত?
পাের্তুগালের একজন বিখ্যাত নাবিক ছিলেন ফার্দিনান্দ ম্যাগেলান। তিনিই সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন। এ ছাড়া তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জের আবিষ্কর্তা হিসেবেও তিনি বিখ্যাত হয়ে আছেন।
কে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন? কার নামানুসারে এই দ্বীপপুঞ্জের নামকরণ হয়?
স্পেনের নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান ১৫১৯ খ্রিস্টাব্দে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। স্পেনের যুবরাজ ফিলিপের নামানুসারে এই দ্বীপপুঞ্জের নামকরণ হয় ফিলিপাইন দ্বীপপুঞ্জ।
ম্যাগেলান কবে কীভাবে নিহত হন?
ম্যাগেলান ১৫২১ খ্রিস্টাব্দে ফিলিপাইনে ম্যাকটানের যুদ্ধে স্থানীয় বাসিন্দাদের হাতে নিহত হন।
প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন?
পাের্তুগালের নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)-এর নামকরণ করেন।
জলপথে কে সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন?
জলপথে সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন স্পেনের নাবিক ম্যাগেলান।
হার্নান্দো কোর্টেস কে ছিলেন?
হার্নান্দো কোর্টেস ছিলেন স্পেনের একজন নাবিক তিনি মেক্সিকো দখল করে (১৫১৯-২১ খ্রি.) সেখানকার সুপ্রাচীন অ্যাজটেক সভ্যতা ধবংস করেন।
Leave a comment