দাহ্য রাসায়নিক পদার্থকে সংরক্ষণের জন্য এদেরকে আগুন ও তাপ থেকে দূরে রাখতে হবে। এছাড়া এদেরকে অগ্নিস্ফুলিঙ্গের পরিবেশ থেকেও অনেক দূরে রাখতে হবে। 

যে স্থানে এ সকল পদার্থ সংরক্ষণ করা হয় সেই স্থানে স্বাভাবিক চলাচল ও পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকতে হবে।

সংরক্ষণের ক্ষেত্রে এ সকল পদার্থ গুলির মধ্যে যেন ঘর্ষণ না ঘটে। তাছাড়া LiH ; LiAlH₄ কে নিষ্ক্রিয় পরিবেশ এবং Na কে কেরোসিনের নিচে সংরক্ষণ করতে হবে।