❋তােমাদের গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে জেলাপ্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখ।
৪ সেপ্টেম্বর ২০২১
বরাবর
মাননীয় জেলাপ্রশাসক
ঝালকাঠি, বরিশাল।
বিষয় : দাতব্য চিকিৎসালয় স্থাপনের জন্য আবেদন।
জনাব
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, ঝালকাঠি জেলার অন্তর্গত নলছিটি উপজেলার শান্তিপুর একটি জনবহুল গ্রাম। আয়তনেও গ্রামটি কয়েকটি গ্রামের সমান। গ্রামটির চারদিকে আরও কয়েকটি গ্রাম রয়েছে। শান্তিপুর গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি আলিম মাদ্রাসা ও একটি মহাবিদ্যালয় আছে। অনেক শিক্ষক এ গ্রামে বা পাশের কোনাে গ্রামেই বসবাস করছেন। ইদানীং গ্রামটিতে একটি ব্যাংকের শাখা খােলা হয়েছে । কিন্তু দুঃখজনক ব্যাপার হলাে এখানে। উন্নত চিকিৎসাকেন্দ্র নেই। এমনকি আশেপাশে ৫/৬ কিলােমিটারের মধ্যেও কোনাে উন্নত চিকিৎসাকেন্দ্র নেই। শান্তিপুর গ্রামে বহুকাল পুরানাে নামেমাত্র একটি দাতব্য চিকিৎসাকেন্দ্র রয়েছে। এটিতে কোনাে ভালাে ডাক্তার বা ওষুধপত্রের ব্যবস্থা নেই । এলাকার কেউ অসুস্থ হলে তাকে অনেক দূরে শহরের হাসপাতালে নিতে হয়। মুমূর্ষ বা ডেলিভারির রােগী হলে তাে কষ্টের আর সীমা থাকে না। অনেক রােগী পথেই মৃত্যুবরণ করে। আধুনিক যুগে এসেও আমরা আধুনিকতা বঞ্চিত । তাই মানবতার বিচারে খুব শীঘ্রই এ এলাকায় একটি উন্নতমানের দাতব্য চিকিৎসালয় স্থাপন বা আগেরটির আধুনিক সংস্করণের জন্য বিনীত অনুরােধ করছি।
অতএব মহােদয় সমীপে আকুল আরজি, উপরিউক্ত পরিপ্রেক্ষিত বিবেচনা করে অনতিবিলম্বে শান্তিপুর এলাকায় একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করতে আপনার সদয় মর্জি হয় ।
নিবেদক
শান্তিপুর এলাকাবাসী
নলছিটি, ঝালকাঠি।
Leave a comment