❋ দরিদ্র তহবিল / ছাত্রকল্যাণ তহবিল হতে সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লেখ।

৭ জুলাই ২০২১

 মাননীয় অধ্যক্ষ 
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম। 

বিষয় : ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন। মহােদয়। 

মহোদয়
নিবেদন এই যে, আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। দেড় বছর যাবৎ আমি এ কলেজে পড়ালেখা করছি। গত বাৎসরিক পরীক্ষায় মানবিক বিভাগে আমি প্রথম স্থান অধিকার করে একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু সম্প্রতি আর্থিক অনটনে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার বাবা একজন দরিদ্র কৃষক। গত কয়েক মাস যাবৎ তিনি দুরারােগ্য রােগে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার। এ বিপদে সাহায্য করবে এমন বিত্তবান আত্মীয়স্বজনও আমাদের নেই। তার ওপর আমার আরও তিন ভাইবােন অন্যান্য স্কুল-কলেজে পড়ালেখা করে। তাদের পড়ালেখার খরচ, পারিবারিক ভরণপােষণ, বাবার চিকিৎসার ব্যয়, সব মিলিয়ে আমাদের পরিবারের অবস্থা বিপন্ন। তাই নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। পারিবারিক দুরবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে ছাত্রকল্যাণ তহবিল থেকে কিছু আর্থিক সাহায্য প্রদান করলে বিশেষভাবে উপকৃত হব। 

অতএব মহােদয় সমীপে বিনীত প্রার্থনা, আমাকে দরিদ্র তহবিল থেকে এককালীন কিছু অর্থ অনুদানের ব্যবস্থা করলে চিরকৃতজ্ঞতাপাশে বাধিত হব। 

বিনীত 
আপনার একান্ত অনুগত ছাত্র 
বিকাশ মজুমদার 
দ্বাদশ শ্রেণি, মানবিক বিভাগ
শ্রেণি রােল নং : ০১
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম ।