✱ সম্প্রতি পঠিত একখানা বই সম্পর্কে মত/অভিমত জানিয়ে তােমার বন্ধুর নিকট একখানা পত্র লেখ । 

অথবা, তোমার সদ্য পঠিত একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।

হােমনা, কুমিল্লা।

৭ জুলাই ২০২১ 

প্রিয় রাসেল

আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। তােমাকে অনেক দিন লিখতে পারিনি বলে চিঠিতে সে অভিমান প্রকাশ করেছ। আজ তােমার চিঠি পেয়েই লিখতে বসেছি। 

সম্প্রতি আমি একটি বই পড়েছি। এ বই সম্পর্কে আমার অভিমত তােমাকে লিখছি। তুমি তাে জানােই আমার বইয়ের সংগ্রহ বেশ সমৃদ্ধ। সংগ্রহে থাকা সব বই এখনাে পড়া হয়নি। সেদিন বইয়ের তাক থেকে ‘যে দেশে মানুষ বড়’ নামক একটি বই নিই। বইটির রচয়িতা আমাদের পল্লিকবি জসীমউদ্দীন। বইটি মূলত কবির রাশিয়া ভ্রমণের ওপর রচিত হয়েছে। কবি বইটিতে তার ভ্রমণের আদ্যোপান্ত তুলে ধরেছেন। তবে তাঁর ভ্রমণকাহিনির অন্তরালে রাশিয়ার মানবতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। সেখানে অনেক ধর্মের লােক বসবাস করলেও তারা পরস্পর সম্প্রীতির সঙ্গে আছে । প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য জনগণকে কোনাে অর্থ পরিশােধ করতে হয় না। পানি, গ্যাস, বিদ্যুৎ সেখানে সবার জন্য বিনামূল্যে সরবরাহ করা হয়। শিশুদেরকে প্রকৃতভাবে শিক্ষিত করে তােলার জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে। চারদিকের পরিবেশ অত্যন্ত সুন্দর ও নির্মল । রাস্তার দুপাশে অসংখ্য প্রজাতির সাধারণ গাছপালা ও ফুলগাছ লাগানাে আছে। কেউই পরিবেশ দূষিত করে না । জনগণের মতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। কৃষকদের অবস্থাও সেখানে খুবই ভালাে। চুরি, ডাকাতি, খুন-খারাবি, রাহাজানি। কোনােকিছুই সেখানে নেই। সেদেশের সরকার নিজেকে জনগণের সেবক বলে মনে করে। জনগণও নিজেদের অধিকারের ব্যাপারে। বেশ সচেতন। অধ্যবসায়ের দিক থেকেও রাশিয়ার জনগণ একনিষ্ঠ । তারা গ্রিক ও লাতিনের মতাে সংস্কৃত ভাষা ও সাহিত্যকেও গুরুত্ব দেয়। বিজ্ঞানী ও প্রকৌশলীরা প্রতিনিয়ত মানবজীবনের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। 

মােটকথা, বইটি পড়ে আমার ভিতরে এক আশ্চর্য পরিবর্তন ঘটেছে। পারলে তুমিও বইটি সংগ্রহ করে পড়াে। আজ আর নয় ।

শুভেচ্ছান্তে 

তােমারই বন্ধু 

মনিরুজ্জামান

✱ পেত্র লেখা শেষে খাম এঁকে খামের ওপরে ঠিকানা লিখতে হয়

✱ পেত্র লেখা শেষে খাম এঁকে খামের ওপরে ঠিকানা লিখতে হয়।