❋তোমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ/সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।

১০ অক্টোবর ২০২১

বরাবর
সভাপতি 
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি-৩ 
ডােমার, নীলফামারী।

বিষয় : নূরপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহের আবেদন। 

জনাব 
সবিনয় নিবেদন এই যে, নীলফামারী জেলাধীন ডােমার উপজেলার নূরপুর একটি জনবহুল গ্রাম। এ গ্রামে শিক্ষার হার আশানুরূপ। গ্রামের জনগণ নিজেদের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। কিন্তু দুঃখের বিষয়, আমাদের গ্রামটি বিদ্যুৎ-সংযােগ হতে আজও বঞ্চিত রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহােদয় বারবার আমাদের আশা দিলেও তা আলাের মুখ দেখেনি। গ্রামটির আশপাশের সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ আছে। শুধু এ গ্রামই আধুনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যুৎ-সংযােগ থাকলে গ্রামের মানুষের ভাগ্যের চাকা দ্রুত বদলে যেত। এরই সঙ্গে এখানকার স্কুল, মাদ্রাসা ও কলেজে পাঠদান কার্যক্রম সহজতর হতাে। 

অতএব, মহােদয় সমীপে আকুল আবেদন অনতিবিলম্বে উক্ত গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে গ্রামবাসীর জীবনমানের উন্নতি সাধনের সুযােগ করে দিতে আপনার মর্জি হয়। 

নিবেদক 

নূরপুর গ্রামবাসীর পক্ষে 
হরিপদ চক্রবর্তী 
ডােমার, নীলফামারী।