আকরিক থেকে বিভিন্ন উপায় ধাতু নিষ্কাশন করা হয়। প্রথমে আকরিককে বিচূর্ণ করা হয়। এই বিচূর্ণ আকরিককে বিভিন্ন উপায় অপদ্রব্য দূর করে গাঢ়ীকরণ করা হয়। সালফাইড যুক্ত আকরিককে তেল ফেনা ভাসমান পদ্ধতিতে গাঢ়ীকরণ করা হয়। সালফাইড আকরিক তেলে সহজ সিক্ত হয়। বিচূর্ণিত আকরিককে একটি বড় পাত্রে নিয়ে পানি যোগ করা হয়। এতে অল্প পরিমাণ উপযুক্ত তেল যোগ করে এরমধ্যে বায়ু প্রবাহের মাধ্যমে দ্রবণকে আলোড়িত করা হয়। ফলে সালফার আকরিক পানিতে ফেনার মতো ভাসতে থাকে। ফেনা সহ আকরিককে আলাদা করে খনিজমল দূর করার মাধ্যমে আকরিক গাঢ়ীকরণ করা হয়।
Leave a comment