দোহার, ঢাকা
১৩ ই জানুয়ারি ২০২০
শ্রদ্ধেয় বড় ভাই,
আমার সালাম নেবেন। বাড়ির সকলে আমরা ভালাে আছি। আমার স্কুলের ক্লাস ভালােভাবে শুরু হয়েছে। আমিও পড়াশােনা শুরু করেছি। আদরের ছােট বােন অত্রিকে ভর্তি করানাে হয়েছে। আপনার কথামতাে আমরা দুজনে একসঙ্গে স্কুলে যাই। আপনি চিন্তা করবেন না।
আপনি জানতে চেয়েছিলেন আমি বড় হয়ে কী হতে চাই। আমাদের জলীল স্যারকে তাে আপনি চেনেন। আমি স্যারকে খুব পছন্দ করি। স্যার আমাদের খুব ভালােভাবে পড়ান। পড়ানাের সময় আমরা কীভাবে বড় হতে পারব, দেশের মানুষের সেবা করতে পারব, পৃথিবীকে আরাে সুন্দর করতে পারব—এসব বলেন। আমার মনে হয়, আমাদের দেশের জন্য এখনাে আদর্শ শিক্ষক অনেক বেশি দরকার। তাই আমি ঠিক করেছি, ভালােভাবে পড়ালেখা শেষ করে আমি শিক্ষক হব।
আপনি আমার জন্য দোয়া করবেন। আমাদের এলাকার সবাই ভালাে আছেন। দাদা-দাদি এখন বেশ সুস্থ। আপনি বাড়ি আসার সময় আমার জন্য বিজ্ঞানবিষয়ক মাসিক পত্রিকা নিয়ে আসবেন। ভালাে থাকবেন।
ইতি
আপনার আদরের
সুমন রহমান অর্ক
Leave a comment