উদ্দিষ্ট ব্যক্তি: মহাশ্বেতা দেবীর লেখা ‘ভাত ছোট গল্প থেকে নেওয়া আলােচ্য উদ্ধৃতিটিতে ‘তাঁর’ বলতে বড়ােপিসিমার কথা বলা হয়েছে।
বড়াে পিসিমার বিয়ে না হওয়ার কারণ : বড়ােপিসিমা বড়ো বাড়ির বউদের পিসিশাশুড়ি হন। এত বড়ােলােক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তার বিয়ে হয়নি। তাঁর অবিবাহিত থাকা সম্বন্ধে নানা জন নানা ব্যাখ্যা দেন। চারপাশের সবাই বলে যে, বড়াে বাড়ির সংসার সামলানাের জন্যই নাকি পয়সা থাকা সত্ত্বেও বড় পিসিমার বিয়ে দেওয়া হয়নি। বড়া পিসিমার যখন বিয়ের উপযুক্ত হন, তখন ওই বাড়ির জ্যেষ্ঠ বুড়ােকর্তার স্ত্রীর মৃত্যু ঘটে। ফলে তখন বুড়ােকর্তা সংসার নিয়ে নাজেহাল হচ্ছিলেন। তাই আর তিনি কন্যার বিয়ে দেওয়ার উদ্যোগ নেননি। আবার অনেকের মতে, বড়ােপিসিমা নিজেই নাকি বলেছিলেন, শিবঠাকুরই তার পতিদেবতা। তাই কোনাে মানুষের সঙ্গে বড়ােপিসিমা তার বিয়ে দিতে বারণ করেছিলেন। বড়াে বাড়ির লােকেরাও তেমনটাই বিশ্বাস করে। এসব কথা সত্যি না মিথ্যে তা কেউ জানে না।
মেজ বউ উনােন পাড়ে বসেছে।—উনার পাড়ে বসে মেজোবউ কোন্ কাজ করছিল এবং কেন? বাড়ির বড়ােবউয়ের কাজ কী?
মহাশ্বেতা দেবীর ভাত ছোটগল্প অবলম্বন করে ঝড়জল-বন্যার রাতের বর্ণনা দাও।
লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে তাকাব না এতটুকু?- বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করাে।
যা আর নেই, যা ঝড়-জল-মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল।- দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উচ্ছবকে কীভাবে প্রভাবিত করেছিল?
তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয়।- কোন কথার পর ঝড়ের রাতের কথা উদ্দিষ্ট ব্যক্তির মনে পড়ে? কোন্ কোন কথা এ প্রসঙ্গে মনে পড়ে তার?
ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে।- কার কথা বলা হয়েছে? এই গন্ধ তাকে উতলা করে কেন?
সেই সন্ধেয় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল।- সে কে? কোন সন্ধেয় সে পেট ভরে খেয়েছিল? সেই দিনটায় কী ঘটেছিল?
গরিবের গতর এরা শস্তা দেখে।—কে, কাদের সম্পর্কে মন্তব্যটি করেছে? মন্তব্যটির প্রেক্ষাপট আলােচনা করাে।
তুমি কী বুঝবে সতীশবাবু।- সতীশবাবু কী বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
নইলে দেহে ক্ষমতা ছিল না।- কার দেহে ক্ষমতা ছিল না? কেন ক্ষমতা ছিল না?
কি হয়েছে বাবু?- কে এই প্রশ্নটি করেছিল? প্রসঙ্গ উল্লেখ করাে।
মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়।- কারা, কেন উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে যায়?
Leave a comment