তরল পদার্থঃ  যেসকল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারন করে, তাকে তরল পদার্থ বলে।
 

তরল পদার্থের বৈশিষ্ট্যঃ

১. তরল পদার্থের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের থেকে কম।

২. তরল পদার্থের অণুসমূহ কিছুটা দূরে দূরে অবস্থান করে।

৩. তরল পদার্থের অণুগুলোর কম্পন, আবর্তন ও স্থানান্তর গতি কঠিন পদার্থের চেয়ে বেশি, কিন্তু গ্যাসীয় পদার্থের থেকে কম।

৪. তরল পদার্থের দৃঢ়তা কঠিন পদার্থ থেকে কম।

৫. তরল পদার্থ চাপে সামান্য সংকুচিত হয়।

৬. তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই।

৭. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে।

৮. তাপমাত্রা বৃদ্ধির সাথে তরল পদার্থের আয়তন  বৃদ্ধি পায়।