ডেসিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন?

নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার বা 1000 মিলি দ্রাবকে কোন পদার্থের এক দশমাংশ বা 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে।


  

অর্থাৎ কোন পদার্থের আণবিক ভরের দশ ভাগের এক ভাগ পরিমাণেই হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা 1 mol/L বা 1M ভাবে প্রকাশ করা হয়। 

যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। ডেসিমোলার দ্রবণের ক্ষেত্রে 1 লিটার দ্রাবকে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে। যেহেতু ডেসিমোলার দ্রবণে দ্রব্যের পরিমান অর্থাৎ ঘনমাত্রা জানা থাকে সেহেতু ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। 

একারণে ডেসিমোলার দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে।