ডেরলিনঃ  ডেরলিন হচ্ছে ফরমালডিহাইড বা মিথান্যাল 

(H-CHO) এর পলিমার। 

মিথান্যালকে পলিমারকরণ করলে ডেরলিন নামক পলিমার গঠিত হয়। ডেরলিন এক ধরনের শক্ত পলিমার হওয়ায় প্লাস্টিকের চেয়ার, টেবিল তৈরিতে ডেরলিন নামক পলিমার ব্যবহার করা হয়।                      

            H                        H
|                                  |
n H-C=O —————–>  [–C – O–]n
|
H

 

নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালডিহাইড বা মিথান্যালের জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে যে শক্ত পলিমার উৎপন্ন হয় তাকে ডেরলিন বলে।

চিকিৎসাক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়?

উত্তর : বিভিন্ন রোগ নির্ণয়ে ও ানিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করা হয়। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। এসব কারণেই চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।